শ্রীনগর, 20 মে : আজ ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলার নিয়ন্ত্রণরেখার ঘটনা । এনিয়ে একটানা তিনদিন পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল ।
জ্ম্মু ও কাশ্মীরে ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের
আজ সকাল সাড়ে 9 টায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে । তাদের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনা ।
পাকিস্তান
প্রতিরক্ষা মন্ত্রকের মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ জানান, আজ সকাল সাড়ে 9 টায় পাকিস্তান সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে । পুঞ্চের কিরনি ও দেগওয়ার অঞ্চলের LoC-তে কামানের মাধ্যমে গোলা বর্ষণ করে পাকিস্তান । তাদের যথাযথ জবাব দিয়েছে ভারতীয় সেনা ।
শেষ তিনদিনে এই নিয়ে চার বার LoC-তে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । এর ফলে প্রতিনিয়ত আতঙ্কে রয়েছেন জম্মু ও কাশ্মীরের LoC-র কাছে বসবাসকারী মানুষ । প্রাণের ঝুঁকি নিয়ে থাকতে হচ্ছে তাঁদের ।