পুঞ্চ, ২৮ ফেব্রুয়ারি : সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পকিস্তান। সংবাদসংস্থা ANI-সূত্রে খবর, রাজৌরির কৃষ্ণাঘাটিতে ব্যাপক গোলাগুলি চালায় তারা। পালটা জবাব দেয় ভারতও।
পুঞ্চে সংঘর্ষবিরতি লঙ্ঘন পাকিস্তানের, জবাব ভারতের - LoC
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পকিস্তানের। রাজৌরির কৃষ্ণাঘাটিতে ব্যাপক গোলাগুলি চালায় পাকিস্তানি সেনা। সংবাদসংস্থা ANI-সূত্রে খবর।
ছবিটি প্রতীকী
আজ সকাল ছ'টা থেকে ভারতীয় সেনাছাউনি লক্ষ্য করে গোলাগুলি বর্ষণ শুরু করে পাকিস্তানি রেঞ্জার্স। সঙ্গে সঙ্গেই তার জবাব দেয় ভারতীয় সেনা।
গতকালও সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। রাজৌরির কৃষ্ণাঘাটি ও মেন্ধারে গুলি চালিয়েছিল তারা।