পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

উরিতে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, আহত ভারতীয় নাগরিক - Ceasefire

জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে গুলি চালাল পাকিস্তান। পাকিস্তানি সেনার গুলিতে জখম হয়েছেন এক ভারতীয় নাগরিক। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর।

ছবিটি প্রতীকী

By

Published : Mar 1, 2019, 8:41 AM IST

Updated : Mar 1, 2019, 8:51 AM IST

শ্রীনগর, ১ মার্চ : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে গুলি চালায় তারা। পাকিস্তানি সেনার গুলিতে জখম হয়েছেন এক ভারতীয় নাগরিক। সংবাদ সংস্থা PTI সূত্রে খবর।

গতকাল উরির কামালকোটে ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে গুলি চালানো শুরু করে পাকিস্তানি সেনা। পালটা জবাব দেয় ভারতও। পাকিস্তানি সেনার গুলিতে জখম হন একজন ভারতীয় নাগরিক।

এদিকে আজ সকালে কুপওয়ারার হান্দওয়ারা এলাকায় শুরু হয় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময়। সংবাদ সংস্থা ANI সূত্রে খবর, দু-তিনজন জঙ্গিকে ঘিরে ফেলেছেন জওয়ানরা। শেষ খবর পাওয়া পর্যন্ত সেনা-জঙ্গির গুলি লড়াই থেমে গেছে। জঙ্গিদের খোঁজে চলছে তল্লাশি।

গতকাল সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছিল পাকিস্তান। রাজৌরির কৃষ্ণাঘাটিতে ব্যাপক গোলাগুলি চালায় তারা। পালটা জবাব দেয় ভারতও।

Last Updated : Mar 1, 2019, 8:51 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details