পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ফের পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের, শহিদ ভারতীয় জওয়ান - pakistan violates ceasefire

আবারও কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাল পাকিস্তান সেনা ৷ যোগ্য জবাব ভারতেরও ৷

pakistan violates ceasefire in krishna ghati of poonch district in kashmir
ফের কাশ্মীরের পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

By

Published : Jun 22, 2020, 8:16 AM IST

Updated : Jun 22, 2020, 1:42 PM IST

শ্রীনগর, 22 জুন : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালাল পাকিস্তান ৷ জম্মু-কাশ্মীরের পুঞ্চে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালাল সেদেশের সেনা ৷ পালটা জবাব দিয়েছেন ভারতীয় জওয়ানরাও ৷ গুলির লড়াইয়ে নৌসেরা সেক্টরে শহিদ এক ভারতীয় জওয়ান ৷

গতরাত 3 টে 30 নাগাদ পুঞ্চের কৃষ্ণা ঘাঁটি ও নৌসেরা সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা ৷ এরপর আজ ভোর 5টা 30 নাগাদ আবারও নৌসেরা সেক্টরে গুলি চালায় তারা ৷

এর আগেও একাধিকবার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে তারা ৷ গতকালই পুঞ্চের নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় তারা ৷ প্রথমে গুলি ও পরে মর্টার শেল ছোড়া হয় ৷ যোগ্য জবাব দেন ভারতীয় জওয়ানরাও ৷ এর একদিন আগেও কাশ্মীরের উরি সেক্টরে গুলি চালায় পাকিস্তান সেনা ৷ উরি সেক্টরের নামবলা গ্রামের পাঁচ বাসিন্দা আহত হন ৷ ক্ষতিগ্রস্ত হয় কয়েকটি বাড়িও ৷

পুঞ্চে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা । এর আগে 17 জুন জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছোড়ে তারা । তার একদিন পর অর্থাৎ 19 জুন জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর ফের গুলি ও মর্টার শেল ছোড়ে পাকিস্তান সেনা । এর আগেও একাধিকবার তারা কাশ্মীরের তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং জম্মুর রাজৌরি ও পুঞ্চের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে । 11 জুন রাজৌরিতে পাকিস্তান সেনার হামলায় শহিদ হন এক জওয়ান । আহত হন একজন । এরপর 14 জুন ফের পুঞ্চে হামলা চালায় তারা । সেই হামলায় শহিদ হন এক জওয়ান । জখম হন দু'জন ।

Last Updated : Jun 22, 2020, 1:42 PM IST

ABOUT THE AUTHOR

...view details