পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পুঞ্চে যুদ্ধবিরতি লঙ্ঘন পাকিস্তানের - জম্মু ও কাশ্মীর

ফের যুদ্ধবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। আজ পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা ৷

নিয়ন্ত্রণ রেখার (LOC)
নিয়ন্ত্রণ রেখার (LOC)

By

Published : Jul 23, 2020, 6:00 PM IST

পুঞ্চ, 23 জুলাই : পুঞ্চ জেলার কাসবা সেক্টরে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা। ভারতীয় জওয়ানরাও জবাব দেন।

এর আগে 17 জুলাই পুঞ্চের নিয়ন্ত্রণ রেখার (LOC) পাশে পাকিস্তানি সেনারা গুলি চালায় । এর ফলে এক পরিবারের তিন সদস্য নিহত হন। এছাড়াও 14 জুলাই রাজৌরি জেলার নিয়ন্ত্রণরেখার পাশের অঞ্চলগুলিতে চলেছিল গুলির লড়াই। অপর একটি ঘটনায় খারি কারমারা সেক্টরে নিয়ন্ত্রণ রেখার (LOC) পাশের ছোটো গ্রামগুলিতে অর্তকিতে চলে গোলা বর্ষণ।

যুদ্ধবিরতি লঙ্ঘন এবং গ্রামগুলিতে গোলা বর্ষণ করার জন্য স্থানীয়রা পাকিস্তানের বিরুদ্ধে বিক্ষোভ দেখায় ।

ABOUT THE AUTHOR

...view details