পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কাঠুয়ায় পাকিস্তানি সেনার গুলিবর্ষণ - জম্মু-কাশ্মীরে পাকিস্তানি সেনার হামলা

ফের কাশ্মীর উপত্যকায় পাকিস্তান ও ভারতীয় সেনার গুলির লড়াই। শনিবার রাতে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া গ্রামে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলিবর্ষণ শুরু করে পাকিস্তানি সেনা। পালটা গুলি চালায় BSF-ও।

জম্মু-কাশ্মীরে গুলির লড়াই
জম্মু-কাশ্মীরে পাক সেনার গুলিবর্ষণ

By

Published : Jun 6, 2020, 2:00 PM IST

Updated : Jun 6, 2020, 4:36 PM IST

জম্মু, 6 জুন : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী এলাকায় গুলিবর্ষণ পাকিস্তানি সেনার। গতরাতে জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় সীমান্ত (IB) লাগোয়া গ্রামে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তানি সেনা।

ভারতীয় সেনা সূত্রে খবর, শনিবার রাত 12.45 মিনিটে কারোল মাত্রাই ও চান্দোয়া সীমান্ত পেরিয়ে পাকিস্তানি সেনা গুলিবর্ষণ শুরু করে। পালটা গুলি চালায় ভারতীয় সেনা। সেনা আধিকারিকরা জানান, দুপক্ষের গুলি বিনিময় চলে রাত প্রায় তিনটে পর্যন্ত। তবে ভারতের দিক থেকে হতাহতের কোনও খবর নেই।

এই হামলার জেরে সীমান্ত সংলগ্ন এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। তাই সুরক্ষার জন্য সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের রাতে বাঙ্কারে রাখা হয়।

Last Updated : Jun 6, 2020, 4:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details