জম্মু ও কাশ্মীর, 1 অক্টোবর : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । আজ সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্চের শাহপুর ও কিরনি সেক্টরে নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে তারা । যোগ্য জবাব দেয় ভারতীয় জওয়ানরা । এই ঘটনায় খাটুয়া জেলার হীরানগরের মান্যরি পোস্টের এক জওয়ান জখম হয়েছেন । তাঁর চিকিৎসা চলছে ।
নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি, জখম জওয়ান - নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি পাকিস্তানের, জখম জওয়ান
ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান । যোগ্য জবাব দেয় ভারতীয় জওয়ানরাও ।
![নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ফের গুলি, জখম জওয়ান](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4609633-thumbnail-3x2-ii.jpg)
ফাইল ফোটো
আজ সকাল 7টা 45 মিনিট নাগাদ নিয়ন্ত্রণরেখার ওপার থেকে গুলি চালাতে শুরু করে পাকিস্তান । চলতি বছরে পাকিস্তান বিনা প্ররোচনায় 2050 বারের বেশি সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ৷ চলতি বছরে এখনও পর্যন্ত নিয়ন্ত্রণরেখার ওপার থেকে পাকিস্তানের চালানো গুলিতে মারা গেছে 21 জন ভারতীয় জওয়ান ।
Last Updated : Oct 1, 2019, 10:40 AM IST