পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলভূষণ মামলার শুনানির দ্বিতীয় দিনে পাকিস্তানকে তিরস্কার ICJ-র

হৃদরোগে আক্রান্ত অ্যাড হক। পরিবর্তনের আবেদন জানানোয় পাকিস্তানকে তিরস্কার ICJ-র।

কুলভূষণ

By

Published : Feb 20, 2019, 10:05 AM IST

দা হগ, ২০ ফেব্রুয়ারি : কুলভূষণ মামলার শুনানির সময় অ্যাড হক জাজের পরিবর্তনের ঘটনায় পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)। পাকিস্তানের অ্যাটর্নি জেনারাল আনওয়ার মনসুর খান জানান, শুনানির প্রথম দিনে তাদের অ্যাড হক তাসাদুক হুসেন জিলানি হৃদরোগে আক্রান্ত হন। এজন্য তিনি দ্বিতীয় দিনে উপস্থিত থাকতে পারবেন না। এজন্য অ্যাড হক পরিবর্তন করার আবেদন জানানো হয়। কিন্তু সেই আবেদনে সাড়া দেননি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)-র প্রেসিডেন্ট।

(ICJ)-র প্রেসিডেন্ট আবদুলকাবি আহমেদ ইউসুফ এই আবেদন উপেক্ষা করে পাকিস্তানি অ্যাডভোকেটকে বলেন, "যদি তোমার বিবৃতি প্রস্তুত থাকে তাহলে তুমি তোমার বিবৃতি দাও। আমরা শুনতে প্রস্তুত।" এর জেরেই পাকিস্তানকে তিরস্কার করল ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস(ICJ)।

উল্লেখ্য, ২০১৭ সালের এপ্রিলে চরবৃত্তি ও সন্ত্রাসবাদের অভিযোগে পাকিস্তানের একটি সেনা আদালত কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করে। তা নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে টানাপোড়েন শুরু হয়। প্রথম থেকেই ভারতের দাবি, কুলভূষণ নির্দোষ। তাঁকে ফাঁসানো হয়েছে। তা নিয়ে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে যায় ভারত। সেই আবেদনে সাড়া দিয়ে ICJ-র ১০ সদস্যের বেঞ্চ কুলভূষণের মৃত্যুদণ্ড স্থগিত রাখার নির্দেশ দেয়। এমনকী, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁর মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা যাবে না বলে নির্দেশ দেয়। ভারতের তরফে বলা হয় একটি হাস্যকর শুনানানির মাধ্যমে কুলভূষণকে মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়। এই বিষয়ে, আনওয়ার মনসুর খান জানান ভারতের তরফে যে মুক্তির দাবি জানানো হয়েছে তা অবিলম্বে খারিজ করা উচিত।

ABOUT THE AUTHOR

...view details