অমৃতসর, 27 অক্টোবর : পাকিস্তানের বিভিন্ন জেলে দীর্ঘদিন ধরে বন্দী থাকা পাঁচ ভারতীয়কে ছেড়ে দেওয়া হল । সোমবার বিকেলে আটারি-ওয়াঘা বর্ডারে ভারতের হাতে তুলে দেওয়া হয় পাঁচজনকে । দীর্ঘদিন পর নিজেদের দেশে ফিরতে পেরে খুশি তাঁরা ।
দীর্ঘদিন ধরে বন্দী থাকা পাঁচ ভারতীয়কে ছেড়ে দিল পাকিস্তান - আটারি-ওয়াঘা বর্ডার
28 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী ছিলেন কানপুরের সামসুদ্দিন ।
ASI অরুণ পাল জানিয়েছেন, সোমবার বিকেল চারটে নাগাদ পাঁচ ভারতীয়কে তাঁদের হাতে তুলে দেন পাকিস্তানি রেঞ্জাররা । তাঁদের মধ্যে একজন মানসিকভাবে সুস্থ নন । অমৃতসরের ডেপুটি কমিশনারের নির্দেশ অনুযায়ী পাঁচজনকেই নির্জনবাসে রাখা হয়েছে ।
ওই পাঁচজনের মধ্যে একজন হলেন কানপুরের সামসুদ্দিন । 28 বছর ধরে পাকিস্তানের জেলে বন্দী ছিলেন তিনি । সামসুদ্দিন জানিয়েছেন, মা-বাবার সঙ্গে ঝামেলার পর ভিসা নিয়ে পাকিস্তান চলে গেছিলেন তিনি । 2012 সালে তাঁর ভিসা শেষ হয়ে যায় । তারপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে । তখন থেকে এতগুলো বছর পাকিস্তানের জেলে কাটিয়েছেন তিনি । দীর্ঘ 28 বছর পর দেশে ফিরতে পেরে খুশি সামসুদ্দিন ।