পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কুলভূষণ যাদবকে তৃতীয় কনসুলার অ্যাকসেস দিল পাকিস্তান - কুলভূষণ যাদব

কনসুলার অ্যাকসেস চলাকালীন কুলভূষণ যাদবের প্রবেশাধিকারের আশ্বাস লঙ্ঘন করেছে ইসলামাবাদ । এমনই অভিযোগ করে দিল্লি । এরপরই তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব পাকিস্তানের ।

Kulbhushan Yadav
Kulbhushan Yadav

By

Published : Jul 17, 2020, 6:55 PM IST

Updated : Jul 17, 2020, 7:24 PM IST

দিল্লি, 17 জুলাই : কুলভূষণ যাদবের জন্য তৃতীয় কনসুলার অ্যাকসেসের প্রস্তাব দিল পাকিস্তান । দ্বিতীয় কনসুলার অ্যাকসেস চলাকালীন কুলভূষণ যাদবের প্রবেশাধিকারের আশ্বাস লঙ্ঘন করেছে ইসলামাবাদ । একইসঙ্গে বৈঠকে নিরাপত্তা আধিকারিক ছিল না বলেও দাবি করে ভারত । তারপরই একটি নোট ভারবালে এই প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশি । খবর পাকিস্তানের এক সংবাদ মাধ্যম সূত্রে ।

দিন কয়েক আগে পাকিস্তানের তরফে জানানো হয়, আদালতের নির্দেশের প্রেক্ষিতে পুনরায় আবেদন করতে চাননি কুলভূষণ । তারপর বৃহস্পতিবার তাঁর সঙ্গে নিঃশর্তভাবে যোগাযোগ করতে দিতে হবে বলে জানায় ভারত । সূত্রের খবর, 20 জুলাই পর্যন্ত বেঁধে দেওয়া হয় সময়সীমাও ।

যার 12 ঘণ্টা পেরতে না পেরতেই ইসলামাবাদ দ্বিতীয় কনসুলার অ্যাকসেসের সিদ্ধান্ত জানিয়ে দেয় । দ্বিতীয় কনসুলার অ্যাকসেস ফলপ্রসূ হয়নি এবং নিরাপত্তা আধিকারিক সহ কুলভূষণের প্রবেশাধিকারের আশ্বাস লঙ্ঘন করা হয়েছে বলে গতকাল রাতে ফের দাবি করে ভারত । এরপরই কুলভূষণকে তৃতীয় কনসুলার অ্যাকসেস দেওয়ার প্রস্তাব দেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি ।

গত সপ্তাহে পাকিস্তানের তরফে জানানো হয়, ইসালামাদ হাইকোর্টে রায় খতিয়ে দেখার জন্য পুনরায় আবেদন করতে অস্বীকার করেছেন কুলভূষণ । যদিও এই কথা মানতে চায়নি ভারত । পাকিস্তানের এই দাবিকে প্রহসন বলে উল্লেখ করা হয় । বলা হয়, “নিজের অধিকারকে গুরুত্ব না দেওয়ার জন্য কুলভূষণকে জোর করা হয়েছে ।”

বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব এই বিষয়ে বলেন, “এই মুহূর্তে আমরা আইনি পদক্ষেপ করছি । একজন ভারতীয়র জীবন বাঁচাতে আমরা সবরকম চেষ্টা করব ।”

Last Updated : Jul 17, 2020, 7:24 PM IST

ABOUT THE AUTHOR

...view details