পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত পাকিস্তানের বিধানসভার স্পিকার - which government employee of Pakistan effected with covid 19

পাকিস্তানের জাতীয় স্পিকার কোরোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে । আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মধ্যে । কিছুদিন আগেই তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ।

speaker
স্পিকার

By

Published : May 2, 2020, 8:24 PM IST

ইসলামাবাদ, 2মে: এবার কোরোনা আক্রান্ত পাকিস্তানের জাতীয় বিধানসভার স্পিকার আসাদ কোয়াইসের । তাঁর পুত্র, কন্যারও কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে । আর এতেই আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মধ্যে । এমন কী আশঙ্কা প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী ইমরান খানও ।

পাকিস্তানের কেন্দ্রীয় শাসকদল তেহরিক-ই-ইনসাফের নেতা টুইটারে নিজেকে স্বেচ্ছায় কোয়ারানটিনে রাখার খবর প্রকাশ্যে এনেছিলেন । এরপর তিনি জানান, তাঁর কোরোনার উপসর্গ ধরা পড়েছে । কয়েকদিন ধরে জ্বর ও সর্দি-কাশি রয়েছে । গতকাল তাঁর রিপোর্টে কোরোনা পজ়িটিভের উল্লেখ রয়েছে বলে জানান তিনি । কোয়াইসের জানিয়েছেন, কয়েকদিন আগে তাঁর পুত্র ও কন্যা কোরোনা আক্রান্ত হয়েছেন । এর মধ্যে যাঁরা যাঁরা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাঁদেরকে শীঘ্রই টেস্ট করার পরামর্শ দিয়েছেন কোয়াইসের । পুত্র ও কন্যা আক্রান্ত হওয়ার আগে তাঁর বোন ও শ্যালকেরও কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ।

সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেছেন কোয়াইসের । তবে এখনই ইমরানের আবার টেস্ট করা হবে কি না তা জানা যাচ্ছে না । গতমাসে ফাইসাল এধি নামে এক সমাজসেবীর সঙ্গে দেখা করেছিলেন ইমরান । পরে এধির কোরোনায় আক্রান্ত হওয়ার খবর মেলে । এরপরেই ইমরানের সোয়াব টেস্টের নমুনা পরীক্ষা করা হয়েছিল । তখন নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে । এদিকে সরকারের জারি করা নির্দেশ না মানার দৃশ্য চোখে পড়েছে কোয়াইসেরের একটি পোস্টে । পোস্টটিতে দেখা যাচ্ছে সরকারি নির্দেশিকা অমান্য করে, সামাজিক দূরত্ব না মেনে ইফতারের সান্ধ্য ভোজনের আয়োজন করা হয়েছে । সেখানে উপস্থিত রয়েছেন একাধিক সরকারি আধিকারিক ও বিশিষ্টজনরা ।

এর আগে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের মধ্যে কোরোনা আক্রান্ত হয়েছিলেন দক্ষিণ সিন্ধ প্রভিনেন্সের রাজ্যপাল ইমরান ইসমাইল । এছাড়াও সিন্ধ বিধানসভার PPP ল মেকার রানা হামির সিং এবং সিন্ধের শিক্ষামন্ত্রী সাইদ ঘানি কোরোনা আক্রান্ত হয়েছেন । এছাড়াও সম্প্রতি সিন্ধের আরও এক ল মেকার সায়েদ আব্দুল ও তাঁর পরিবারের আট সদস্যের কোরোনা পজ়িটিভের রিপোর্ট সামনে এসেছে । এদিকে শেষ পাওয়া খবর অনুযায়ী পাকিস্তানে এখনও পর্যন্ত কোরোনা আক্রান্ত 17,650জন । তাঁদের মধ্যে মৃত্যু হয়েছে 406জনের । সুস্থ হয়ে উঠেছেন 4,315জন । গতকাল গভীর রাত পর্যন্ত কোরোনা আক্রান্তের সংখ্যা 18,000 পেরিয়ে গেছে বলে নিশ্চিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details