পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

আইনি লড়াইয়ে পাকিস্তানকে হারিয়ে নিজামের অর্থ আদায় করল ভারত - British High Court

ঘটনার সূত্রপাত 1948 সালে ৷ হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ 7 হাজার পাউন্ড পাঠিয়ে ছিলেন । যে অ্যাকাউন্টটি ছিল লন্ডনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাই কমিশনার হাবিব ইব্রাহিম রহিমতুল্লার ।

হায়দরাবাদের নিজাম

By

Published : Oct 3, 2019, 5:50 AM IST

Updated : Oct 3, 2019, 6:51 AM IST

লন্ডন ও ইসলামাবাদ, 3 অক্টোবর : এ এক অন্য রকমের লড়াই ৷ সম্মান রক্ষার লড়াই ৷ দাবি প্রতিষ্ঠার লড়াই ৷ যে লড়াইয়ে শেষ হাসি হাসল দিল্লি ৷

হায়দরাবাদের প্রয়াত নিজামের 3 কোটি 50 লাখ পাউন্ডের অধিকার নিয়ে আইনি লড়াইয়ে জয়ী হল ভারত । এই টাকা গচ্ছিত ছিল ব্রিটেনের ব্যাঙ্কে ৷ এই অর্থের উপর নিজেদের দাবি জানিয়ে আদালতে গিয়েছিল দিল্লি ও ইসলামাবাদ ৷ পাকিস্তানের বহু দশকের এই দাবি বুধবার খারিজ করে দিল ব্রিটিশ হাইকোর্ট । তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, পাকিস্তান নয়, ওই অর্থের উত্তরাধিকারী একমাত্র নিজামের বংশধরেরা ।

ঘটনার সূত্রপাত 1948 সালে ৷ হায়দরাবাদের তৎকালীন নিজাম ওসমান আলি খান লন্ডনের একটি ব্যাঙ্কের অ্যাকাউন্টে প্রায় 10 লক্ষ 7 হাজার পাউন্ড পাঠিয়ে ছিলেন । যে অ্যাকাউন্টটি ছিল লন্ডনে নিযুক্ত পাকিস্তানের তৎকালীন হাই কমিশনার হাবিব ইব্রাহিম রহিমতুল্লার । উদ্দেশ্যে ছিল নিরাপত্তা ৷ পরবর্তীতে হায়দরাবাদ ভারতের সঙ্গে যুক্ত হওয়ায় সেই অর্থ ফেরৎ চান নিজামের বংশধরেরা । তখনই বেঁকে বসে পাকিস্তান, নিজেদের ওই অর্থের দাবিদারি বলে জাহির করতে শুরু করে তারা ৷ পরিস্থিতি জটিল হয় 2013 সালে ৷ সে সময় পাকিস্তান‌ দাবি করেছিল ওই অর্থ তাদের সরকারের প্রাপ্য । কেন না, ওই অর্থ নিজাম দিয়েছিলেন ক্ষতিপূরণ হিসেবে । ইসলাবাদের তরফে এমন দাবিও কর হয়, ওই টাকা তাদের দেওয়া হয়েছিল ভারতের থেকে দূরে রাখার জন্যও । ততক্ষণে সুদে আসলে বেড়ে চলেছে মোট অর্থের পরিমাণ ৷ আজ তা বেড়ে 3 কোটি 50 লক্ষ পাউন্ড ।

অবশেষে ব্রিটিশ হাইকোর্ট রায় দিল ভারতের পক্ষে ৷ বিচারপতি মার্কাস স্মিথ তাঁর রায়ে জানিয়েছেন, পাকিস্তানের দাবির সপক্ষে পর্যাপ্ত প্রমাণ পাওয়া যায়নি ৷ এই অর্থ পুরোপুরি ভাবে নিজাম পাকিস্তানকে দিয়েছিলেন এমন কোনও তথ্য মেলেনি ৷ এর পরই বিচারপতি ভারতের পক্ষে রায় ঘোষণা করেন ৷ আর নির্দেশ শোনার পর পাকিস্তানের ইঙ্গিত, টাকা 'ফেরত' পেতে শীঘ্রই তারা পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে ৷

Last Updated : Oct 3, 2019, 6:51 AM IST

ABOUT THE AUTHOR

...view details