পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

'পুনর্জন্ম', বিল পাশে উচ্ছ্বসিত পাকিস্তানের হিন্দু শরণার্থী পরিবার

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিহারের ফতেয়াবাদের কয়েকটি হিন্দু পরিবারের সদস্যরা ফেটে পড়েন উচ্ছ্বাসে ৷ তৈরি হয় উৎসবের আবহ ৷ শুরু হয় মিষ্টিমুখের পালা ৷ পুড়িয়ে দেন পুরোনো সব নথিপত্র ৷

By

Published : Dec 12, 2019, 11:13 PM IST

Updated : Dec 12, 2019, 11:32 PM IST

aa
খুশির মেজাজ

চণ্ডীগড়, 12 ডিসেম্বর: ভুলতে পারেননি পুরোনো দিনগুলি । সেই দিনগুলির কথা মনে পড়লে এখনও আঁতকে ওঠেন । মনে পড়ে যায়, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ায় কী পরিমাণ অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ তাই একটু সুখের আশায় ভিটেমাটি ছেড়ে চলে এসেছিলেন ভারতে ৷ তিনি পাকিস্তানের নাগরিক দিব্যা রাম ৷ আর অবশেষে এল সেই সুখের দিন । নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার পরই খুশির ছোঁয়া তাঁর পরিবারে ৷ মিষ্টিমুখ করে প্রকাশ করেছেন উচ্ছ্বাস ৷ কারণ, এবার পাকাপাকিভাবে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ এসেছে তাঁর সামনে ৷ যা তাঁর কাছে "পুনর্জন্মেরই সমান" ৷

বুধবার রাজ্যসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হওয়ার সঙ্গে সঙ্গেই বিহারের ফতেহাবাদের কিছু হিন্দু পরিবারের সদস্যরা ফেটে পড়েন উচ্ছ্বাসে ৷ তৈরি হয় উৎসবের আবহ ৷ শুরু হয় মিষ্টিমুখের পালা ৷ পুড়িয়ে দেন পুরোনো সব নথিপত্র ৷ যা ছিল তাঁদের পাকিস্তানের নাগরিক হওয়ার প্রমাণ ৷ যা দেখলেই দিব্যা রামের মনে পড়ে যেত পুরোনো দিনগুলোর কথা ৷ যা মোটেও তাঁর কাছে সুখকর ছিল না ৷ তাই পাকাপাকিভাবে ভারতীয় নাগরিক হওয়ার সুযোগ আসতেই অন্যদের মতো পুরোনো স্মৃতি ভুলে যেতে চাইছেন তিনি ৷ সংবাদমাধ্যমের প্রতিনিধিদের জানিয়েছেন, শুধুমাত্র সংখ্যালঘু হওয়ায় কী পরিমাণ মানসিক ও শারীরিক অত্যাচারের শিকার হতে হয়েছিল তাঁকে ৷ বেনজ়ির ভুট্টো ক্ষমতায় থাকার সময় সাংসদ হয়েছিলেন তিনি ৷ কিন্তু 90 দিনের বেশি সেই পদে থাকতে পারেননি ৷ কারণ তিনি হিন্দু ছিলেন ৷ তাই প্রতারণার শিকার হতে হয়েছিল ৷ পাশে পাননি কাউকেই ৷ কিন্তু লড়াই চালানোর চেষ্টা করেছিলেন ৷ গিয়েছিলেন সুপ্রিম কোর্টেও ৷ সেখানেও না কি তাঁকে ধর্ম পরিবর্তনের পরামর্শ দেওয়া হয় ৷ তিনি তা মানেননি ৷ তার ফলে নানা মহল থেকে চাপ আসতে থাকে ৷ তাই একটু শান্তির খোঁজে 25 একর জমি ছেড়ে চলে এসেছিলেন ভারতে ৷ থাকতে শুরু করেন ফতেহাবাদে ৷ আর 18 বছর পর নতুন করে বাঁচার স্বাদ পেলেন তিনি ৷ সৌজন্যে নাগরিকত্ব সংশোধনী বিল ৷

তাঁর মতোই পাপ্পু রামও এসেছিলেন পাকিস্তান থেকে ৷ শোনালেন দুঃখের কাহিনী ৷ সেখানে কেমন ব্যবহার পেতেন তিনি ৷ শুনিয়েছেন সে কথা ৷ কেউ কথা বলতেন না ৷ বাজারে গেলে অস্পৃশ্যের মতো ব্যবহার করা হত ৷ অনেকবার হামলাও হয়েছে ৷ এখনও শরীরে রয়েছে ক্ষতচিহ্ন ৷ মনে পড়ে যায় দুঃসহ দিনগুলোর কথা ৷ কিন্তু দিব্যা রামের মতো এই একটি দিনই তাঁর পরিবারে এনে দিয়েছে খুশির ছোঁয়া ৷ কোনও এক অদৃশ্য জাদুকাঠির ছোঁয়ায় ভুলিয়ে দিয়েছে সব দুঃখ,কষ্ট, যন্ত্রণা ৷

Last Updated : Dec 12, 2019, 11:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details