পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধানমন্ত্রীর কাশ্মীর সফরের আগেই বিচ্ছিন্নতাবাদী নেতাকে ফোন পাকিস্তানের বিদেশমন্ত্রীর

পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে

বিচ্ছিন্নতাবাদী নেতা

By

Published : Feb 3, 2019, 4:26 AM IST

শ্রীনগর, ৩ ফেব্রুয়ারি : কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি শাহ গিলানিকে ফোন করলেন পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। আজ জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার আগে পাকিস্তানের এই পদক্ষেপে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কুরেশি কাশ্মীরের বর্তমান পরিস্থিতি নিয়ে গিলানির সঙ্গে আলোচনা করেছেন।

কয়েকদিন আগে হুরিয়ত নেতা মিরওয়াজ় উমর ফারুককে ফোন করেন পাকিস্তানের বিদেশমন্ত্রী। এরপরই ভারতে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনারকে ডেকে পাঠিয়ে প্রতিবাদ জানান বিদেশসচিব বিজয় গোখলে। পাকিস্তানের হাইকমিশনার সোহেল মেহমুদকে তিনি বলেন, এই ধরনের প্ররোচনামূলক কাজ থেকে পাকিস্তানের বিরত থাকা উচিত।

আজই জম্মু ও কাশ্মীর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে বিভিন্ন উন্নয়নমূলক কাজের সূচনা করবেন তিনি। পাশাপাশি শ্রীনগরের ডাল লেক ভ্রমণেও যাবেন। যদিও আজ কাশ্মীরে বনধ ডেকেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠনগুলি। যেকোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিচ্ছিন্নতাবাদী নেতা মিরওয়াজ় উমর ফারুক, সৈয়দ আলি শাহ গিলানি ও ইয়াসিন মালিককে গৃহবন্দী করা হয়েছে। আঁটসাট করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারকে দুর্গে পরিণত হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও আধাসামরিক বাহিনী। শহরে ঢোকা ও বেরনোর সময় গাড়িগুলিতে তল্লাশি চালানো হচ্ছে। কয়েকটি জায়গায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে রেল পরিষেবা।

ABOUT THE AUTHOR

...view details