পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাষ্ট্রপতিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান সরকার ৷

By

Published : Sep 7, 2019, 8:45 PM IST

Updated : Sep 7, 2019, 9:09 PM IST

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

দিল্লি, 7 সেপ্টেম্বর : রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না ইমরান খান সরকার ৷ ফলে, আগামী সপ্তাহে রাষ্ট্রপতিকে ঘুরপথে ত্রিদেশীয় সফরে যেতে হবে ৷

পুলওয়ামায় জঙ্গি হামলার পর পাকিস্তানে জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে অভিযান চালায় ভারতীয় বায়ুসেনা ৷ এরপরই উত্তপ্ত হয়ে ওঠে দু'দেশের সম্পর্ক ৷ ভারতীয় বিমানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ 16 জুলাই অবশ্য ফের ভারতীয় বিমানগুলিকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷

এই সংক্রান্ত আরও খবর :জম্মু ও কাশ্মীর থেকে প্রত্যাহার 370 ধারা

কিন্তু, 5 অগাস্ট জম্মু ও কাশ্মীর থেকে 370 ও 35-এ ধারা প্রত্যাহারের পর দু'দেশের মধ্যে সম্পর্ক তলানিতে নামে । ফের ভারতীয় বিমানের জন্য আংশিকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় পাকিস্তান ৷ দু'দেশের তিক্ততার মধ্যেই রাষ্ট্রপতির বিমানের জন্য সেদেশের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ কিন্তু, তাও খারিজ করে দিয়েছে পাকিস্তান ৷

এই সংক্রান্ত আরও খবর :আন্তর্জাতিক সমর্থন ছাড়াই কাশ্মীর ইশুতে যে কোনও পর্যায়ে যেতে পারি: ইমরান

পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি জানান, কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তাতে ছাড়পত্র দিয়েছেন ইমরান খানও ৷ ফলে 17 সেপ্টেম্বর আইসল্যান্ড, সুইজ়ারল্যান্ড ও স্লোভেনিয়া সফরের জন্য রাষ্ট্রপতির বিমানকে ঘুরপথে যেতে হবে ৷ সেজন্য প্রায় 50 মিনিট বেশি সময় লাগবে ৷ এপ্রসঙ্গে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার বলেন, "পাকিস্তান সরকারের সিদ্ধান্তে আমরা হতাশ ৷ যে কোনও স্বাভাবিক দেশ VVIP উড়ানের ছাড়পত্র দেয় ৷ "

এই সংক্রান্ত আরও খবর :শ্রীনগর ভুলে মুজ়ফ্ফরাবাদ রক্ষায় নজর দিক পাকিস্তান, ইমরানের সমালোচনায় বিলাওয়াল

এর আগে চলতি বছরের জুনে অবশ্য সৌজন্যতার খাতিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিমানকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছিল ইসলামাবাদ ৷ যদিও পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করেনি মোদির বিমান ৷ ঘুরপথে প্রায় দ্বিগুণ রাস্তা অতিক্রম করে সাংহাই কো-অপারেশনের শীর্ষ বৈঠকে যোগ দিতে বিশকেকে গিয়েছিলেন প্রধানমন্ত্রী ৷

এই সংক্রান্ত আরও খবর :আরও কোণঠাসা পাকিস্তান, 370 ইশুতে এবার ভারতের পাশে বাংলাদেশও !

Last Updated : Sep 7, 2019, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details