পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান ৷ প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

By

Published : Oct 28, 2019, 4:45 AM IST

দিল্লি ও ইসলামাবাদ, 28 অক্টোবর : সৌদি আরব সফরে যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেজন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদের কাছে আবেদন জানিয়েছিল দিল্লি ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দিল পাকিস্তান সরকার ৷ পড়শি দেশের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত ৷

ভারতের আবেদন খারিজের কারণ হিসেবে পাকিস্তানের যুক্তি, কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন হয়েছে ৷ গতকাল পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বিবৃতিতে জানিয়েছেন, মানবাধিকার লঙ্ঘনের নিন্দা করে কাশ্মীরের বাসিন্দা কালাদিবস পালন করছে ৷ তারই পরিপ্রেক্ষিতে মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দেওয়া হয়নি ৷ ভারতীয় হাই কমিশনারকে এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন তাঁরা ৷

চলতি বছরের 14 ফেব্রুয়ারি পুলওয়ামায় সেনা কনভয়ে জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের চাপানউতোর শুরু হয় ৷ 26 ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে ভারতীয় বায়ুসেনা অভিযান চালিয়ে একাধিক জঙ্গিঘাঁটি ধ্বংস করে ৷ এরপর নিজেদের আকাশসীমায় ভারতীয় বিমান চলাচল বন্ধ করে দেয় পাকিস্তান ৷ জুলাইয়ে সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ৷ তারপরও গতমাসে নরেন্দ্র মোদিকে নিজেদের আকাশসামী ব্যবহার করতে দেয়নি পাকিস্তান ৷ প্রধানমন্ত্রীর অ্যামেরিকা সফরের জন্য পাকিস্তানের আকাশসামী ব্যবহারের অনুমতি চেয়েছিল দিল্লি ৷ সেই অনুরোধ খারিজ করেছিল ইসলামাবাদ৷ আবার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ইউরোপ সফরের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি তারা ৷

প্রধানমন্ত্রীকে আকাশসীমা ব্যবহার করতে না দেওয়া নিয়ে পাকিস্তানের সিদ্ধান্তের নিন্দা করেছে ভারত ৷ বিষয়টি ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অরগানাইজ়েশন (ICAO)-কে জানানো হয়েছে বলে সূত্রে জানা গেছে ৷ ICAO-র নির্দেশিকা মেনে অন্যান্য দেশ ওভারফ্লাইট ছাড়পত্রের আবেদন মঞ্জুর করে ৷ কেন একজন VVIP-র স্পেশাল ফ্লাইটের এই ছাড়পত্র পাকিস্তান মঞ্জুর করল না, সেই প্রশ্ন তুলছে ভারত ৷

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাণিজ্য সম্মেলনে যোগ দিতে আজ সৌদি আরবে রওনা দেবেন প্রধানমন্ত্রী ৷ আগামীকাল বাণিজ্য সম্মেলন রয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details