দিল্লি, 28 সেপ্টেম্বর : রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলের 45 তম অধিবেশনে সোমবার ভারতীয় কূটনীতিক পবন বাধে বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয় । পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসবাদীদের জন্য আরও প্রশিক্ষণ শিবির করা হয়েছে ।
"পাকিস্তান সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়", রাষ্ট্রসংঘের মানবাধিকার কাউন্সিলে বলল ভারত - ভারতীয় কূটনীতিক পবন বাধে
ভারত এই দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সমালোচনা প্রত্যাখ্যান করেছে ।
পাকিস্তানে সংখ্যালঘুদের উপর নিপীড়ন, বলপূর্বক নিখোঁজ হওয়া এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে বহিরাগতদের আগমন প্রভৃতির মোকাবিলায় ইসলামাবাদকে আহ্বান জানিয়েছে ভারত । পবন বাধে বলেন, “বিশ্ব যখন COVID -19 মহামারি মোকাবিলায় ব্যস্ত, তখন সন্ত্রাস বজায় রাখতে পাকিস্তান গোটা বিশ্বের চোখে ফাঁকি দিয়ে চার হাজারেরও বেশি আন্তর্জাতিক সন্ত্রাসবাদীকে তালিকার বাইরে রেখেছে ।" তিনি আরও বলেন, "কাউন্সিলের জন্য এটি উদ্বেগের বিষয় হওয়া উচিত যে পাকিস্তান আমার দেশের বিরুদ্ধে প্রচারের জন্য এই অগাস্ট ফোরামের ক্রমাগত অপব্যবহার করে চলেছে ।"
বাধে বলেন, "অবাক করা বিষয় যে পাকিস্তান অধিকৃত কাশ্মীর ও লাদাখে প্রতি চারজন লোকের মধ্যে তিনজন বহিরাগত ।