পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাদাখের কাছে বিমানহানার সরঞ্জাম মজুত পাকিস্তানের , নজর রাখছে ভারত - Skardu Airport

370 ধারা বাতিল নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা । সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে । পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে । এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে ।

পাকিস্তান বায়ুসেনার JF-Thunder (ফাইল ফোটো)

By

Published : Aug 12, 2019, 1:12 PM IST

দিল্লি, 12 অগাস্ট : 370 ধারা বাতিল নিয়ে উত্তেজনার মধ্যেই লাদাখের ওপারে স্কর্দু ঘাঁটিতে বিমানহানার সরঞ্জাম মজুত করছে পাকিস্তান বায়ুসেনা । সূত্রকে উদ্ধৃত করে সংবাদসংস্থা ANI জানিয়েছে, "শনিবার পাকিস্তান বায়ুসেনার তিনটি সি -130 বিমান কেন্দ্রশাসিত লাদাখের ওপারে স্কর্দু বিমান ঘাঁটিতে সরঞ্জাম আনতে ব্যবহার করা হয় । ভারতীয় এজেন্সিগুলি সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাকিস্তানিদের চলাফেরার উপর নজর রাখছে ।"

সূত্র আরও জানিয়েছে, পাকিস্তান বায়ুসেনার এই ফরোয়ার্ড অপারেটিং বেসে বিমানহানায় সাহায্য করার জন্য সরঞ্জামগুলি আনা হতে পারে । এছাড়াও সূত্র জানিয়েছে, পাকিস্তান খুব সম্ভবত তাদের JF যুদ্ধবিমান স্কর্দু বিমান ঘাঁটিতে এনে রাখতে পারে । ভারতের বায়ুসেনা ও সেনার সঙ্গে গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বায়ুসেনার গতিবিধির উপর কড়া নজর রাখছে ।

জানা যাচ্ছে, পাকিস্তান দীর্ঘদিন আগে অ্যামেরিকার সরবরাহ করা সি -130 ট্রান্সপোর্ট বিমানের পুরানো সংস্করণ ব্যবহার করে । 1988 সালের অগাস্টে একটি সি-130 ট্রান্সপোর্ট বিমানে বোমা বিস্ফোরণ হয় । তাতে মৃত্যু হয় পাকিস্তানের সামরিক শাসক জ়িয়া উল হকের । সূত্র জানাচ্ছে, পাকিস্তান বিমান বাহিনী স্কর্দু বিমানঘাঁটিতে মহড়া চালানোর পরিকল্পনা করছে । সেই কারণে ঘাঁটিতে যুদ্ধবিমান আনা হতে পারে । স্কর্দু হল পাকিস্তান বিমান বাহিনীর একটি ফরোয়ার্ড অপারেটিং বেস ।

ABOUT THE AUTHOR

...view details