পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সদিচ্ছার মরীচিকা তৈরি করছে পাকিস্তান, করতারপুর খোলার প্রস্তাব নিয়ে মত ভারতের - Kartarpur opening proposal

29 জুন মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকীর দিন শিখ তীর্থযাত্রীদের জন্য করতারপুর সাহিব করিডর খুলে দিতে চায় পাকিস্তান । দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানের এ নিয়ে যাত্রা শুরুর অন্তত সাতদিন আগে বিষয়টি একে অপরকে জানানো উচিত ৷ কিন্তু পাকিস্তানের তরফ থেকে মাত্র দুই দিন আগে বিষয়টি জানানো হয়েছে ।

Kartarpur
করতারপুর

By

Published : Jun 29, 2020, 9:29 AM IST

করতারপুর করিডর নতুন করে খুলে দেওয়া নিয়ে যে ভারত রাজি নয় , তার ইঙ্গিত স্পষ্টভাবে দেওয়া হয়েছে ৷ প্যানডেমিকের বিরুদ্ধে যেহেতু এখন বিভিন্ন দেশ লড়াই করছে , সেই কারণেই এই ইঙ্গিত দেওয়া হয়েছে ৷ আজ (29 জুন) মহারাজা রঞ্জিত সিংয়ের মৃত্যুবার্ষিকী ৷ এই দিন শিখ তীর্থযাত্রীদের জন্য ঐতিহাসিক এই করিডর খুলে দিতে চেয়েছে পাকিস্তান ৷ তারপরই ভারতের তরফে এই ইঙ্গিত দেওয়া হয়েছে ৷

পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি একটি টুইট করে বলেন , ‘‘বিশ্বজুড়ে ধর্মস্থান খুলে দেওয়া হচ্ছে ৷ তাই পাকিস্তানও শিখ তীর্থযাত্রীদের জন্য করতারপুর সাহিব করিডর খুলে দিতে চায় ৷ 29 জুন মহারাজা রণজিত সিংয়ের মৃত্যুবার্ষিকীতে তা খুলে দিতে প্রস্তুত পাকিস্তান , সেটাই ভারতকে জানানো হচ্ছে ৷’’ যদিও ভারত জানিয়েছে যে পাকিস্তান সদিচ্ছার ভুয়ো ছবি তৈরি করতে চাইছে ৷

এক ভারতীয় আধিকারিকের বক্তব্য, ‘‘এটা অবশ্যই নজর দেওয়া উচিত যে পাকিস্তান 29 জুন করতারপুর করিডর আবার খুলে দেওয়ার কথা বলে আসলে সদিচ্ছার মরীচিকা তৈরি করতে চাইছে ৷ কারণ, তারা মাত্র দুই দিন আগে বিষয়টি জানাচ্ছে ৷ অথচ , দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী ভারত ও পাকিস্তানের এ নিয়ে যাত্রা শুরুর অন্তত সাতদিন আগে বিষয়টি একে অপরকে জানানো উচিত ৷ তার ফলে ভারত আগেই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু করতে পারত ৷’’

করতারপুর করিডর উদ্বোধন করা হয় 2019 সালের 9 নভেম্বর ৷ উদ্বোধন করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ৷ শেষপর্যন্ত করিডরটি বাবা গুরু নানকের ৫৫০ তম জন্মজয়ন্তীর সন্ধ্যায় খুলে দেওয়া হয় ৷ এতে ভারত ও বিশ্বের অন্য প্রান্তে থাকা শিখ ধর্মাবলম্বীদের অনেক দিনের ইচ্ছে পূরণ হয় ৷

কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর এই বছরের ১৬ মার্চ করিডর বন্ধ করে দেওয়া হয় ৷ যদিও কয়েক মাসের লকডাউনের পর বিশ্বের বিভিন্ন জায়গায় ধর্মস্থান খুলে দেওয়া শুরু হয়েছে ৷ পাকিস্তানের বিদেশমন্ত্রকের এক মুখপাত্র বলেন, ‘‘স্বাস্থ্য সংক্রান্ত বিষয়টি সুনিশ্চিত করতে পাকিস্তান ভারতকে পুনরায় করিডর খোলা নিয়ে SOP তৈরির জন্য আহ্বান জানিয়েছে ৷’’

যদিও স্বাস্থ্য পরিকাঠামো ও হাসপাতাল থাকা সত্ত্বেও কোরোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ভারত ও পাকিস্তানে অপ্রতিরোধ্য গতিতে বাড়ছে ৷ বিশ্বের মধ্যে পাকিস্তান অন্যতম একটি দেশ যেখানে বর্তমানে দ্রুতহারে কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে ৷ এখানে রোজ এই রোগে ১৫০ জন করে মারা যাচ্ছেন ৷

ভারত সরকারের একটি সূত্রের প্রতিক্রিয়া বলে, ‘‘কোরোনা সংক্রমণ রুখতে সীমান্ত দিয়ে যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ৷ স্বাস্থ্য কর্তৃপক্ষ এবং অন্য সহযোগীদের সঙ্গে কথা বলার পরই এই নিয়ে মতামত জানানো হবে ৷’’

বিদেশমন্ত্রকের তরফে পাকিস্তানের CDA সৈয়দ হায়দর শাহ আলিকে ডেকে পাঠানো হয় এবং তাঁকে সাতদিনের মধ্যে পাকিস্তানি দূতাবাসারে কর্মী সংখ্যা 50 শতাংশ কমাতে বলা হয় ৷ তার কয়েক দিন পরই পাকিস্তানের তরফে এই প্রস্তাব দেওয়া হল ৷ দিল্লি ও ইসলামাবাদে নিযুক্ত দূতাবাসের আধিকারিক ও কূটনীতিকদের অপহরণ , ভয় দেখানো এবং হেনস্থা করার অভিযোগ নিয়ে দুই দেশের সম্পর্কের অবনতি হয়েছে ৷ ভারত জানিয়েছে যে এর প্রতিদানও দেওয়া হবে ৷

ভারতীয় আধিকারিক আরও বলেন, ‘‘দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী প্রতিশ্রুতি দিলেও রবি নদীর বন্যা আটকাতে পাকিস্তান তাদের দিকে সেতু তৈরি করেনি ৷ যেহেতু বর্ষা এসে গিয়েছে, তাই তীর্থযাত্রীদের করিডর দিয়ে যাতায়াত সুরক্ষিত ও নিরাপদে করতে হলে এই বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন ৷’’

প্রায় চার কিলোমিটার লম্বা এই ঐতিহাসিক করিডর করতারপুর সাহিবকে ভারতের দিকের গুরুদাসপুরের ডেরা বাবা নানক দেবের সঙ্গে যুক্ত করেছে ৷ এখানেই জীবনের 18 বছর কাটিয়েছিলেন শিখদের প্রথম গুরু গুরু নানক ৷

( প্রতিবেদনটি লিখেছেন সুমিতা শর্মা )

ABOUT THE AUTHOR

...view details