পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে রাজৌরিতে হামলা পাকিস্তানের - সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের

সংঘর্ষবিরতি লঙ্ঘন করে এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও মর্টার শেল ছুড়ল পাকিস্তান সেনা ।

ছবি
ছবি

By

Published : Jun 19, 2020, 1:52 PM IST

শ্রীনগর , 19 জুন : ফের সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের । এবার জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি ও মর্টার শেল ছুড়ল সেদেশের সেনা ।

আজ সকাল 10টা 45 নাগাদ রাজৌরি জেলার নওসেরা সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালায় পাকিস্তান সেনা । প্রথমে গুলি ও পরে মর্টার শেল ছুড়ে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে তারা । জবাব দেয় ভারতীয় সেনাও ।

কয়েকদিন ধরেই সীমান্তে হামলা চালাচ্ছে পাকিস্তান সেনা । এর আগে 17 জুন জম্মু-কাশ্মীরের নওগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার শেল ছোড়ে তারা । আগে একাধিকবার তারা কাশ্মীরের তাংধর সেক্টরে নিয়ন্ত্রণরেখা বরাবর এবং জম্মুর রাজৌরি ও পুঞ্চের দক্ষিণে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করেছে । চলতি মাসের 10 তারিখ পর্যন্ত 2 হাজার 27 বারের বেশি বার সীমান্তে হামলা চালিয়েছে তারা।

এর আগে 11 জুন রাজৌরিতে পাকিস্তান সেনার হামলায় শহিদ হন এক জওয়ান । আহত হন একজন । এরপর 14 জুন ফের পুঞ্চে হামলা চালায় তারা । সেই হামলায় শহিদ হন এক জওয়ান । জখম হন দু'জন ।

একই সঙ্গে জম্মু-কাশ্মীরে 10 জুন পর্যন্ত নিরাপত্তাবাহিনীর অভিযানে নিকেশ হয়েছে মোট 22 জন জঙ্গি । যার মধ্যে রয়েছে 8 শীর্ষ কমান্ডার ।

ABOUT THE AUTHOR

...view details