পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

105 দিন পর জামিন পেলেন পি চিদম্বরম - অবশেষে 105 দিনের মাথায় চিদম্বরম জামিন পেলেন

অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম ।

P Chidambaram
পি চিদম্বরম

By

Published : Dec 4, 2019, 11:59 AM IST

দিল্লি, 4 ডিসেম্বর : অবশেষে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও প্রতিরক্ষা মন্ত্রী পি চিদম্বরম । 105 দিন অর্থাৎ প্রায় 3 মাস পর আর্থিক জালিয়াতির মামলায় 2 লাখ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি । এই 105 দিন তিনি অধিকাংশ সময় দিল্লির তিহার জেলে কাটিয়েছেন । সুপ্রিম কোর্ট তাঁকে শর্তাধীন জামিন দিয়েছে । চিদম্বরমকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি শীর্ষ আদালত । জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে যে কোনও সময় ডাকলে তদন্তকারীদের সামনে উপস্থিত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে ।

জামিন পাওয়ার পর পি চিদম্বরমের ছেলে কার্তি টুইট করেছেন, "ওফ্, শেষ পর্যন্ত 105 দিন পর ।" উল্লেখ্য, দিল্লি হাইকোর্টে এই মামলায় চিদম্বরমের জামিনের আবেদন নাকচ হয়ে যায় । এরপর সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি । আজ তাঁর জামিন মঞ্জুর হয় ।

আজ শীর্ষ আদালতে জামিনের আবেদন নিয়ে সওয়াল জবাব চলার সময় ED (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) - র পক্ষে জামিনের বিরোধিতা করে দাবি করা হয় যে, চিদম্বরম প্রভাবশালী ব্যক্তি । তাই তাঁকে জামিন দিলে তদন্তে প্রভাব পড়বে । এদিকে, চিদাম্বরম বলেন, অর্থহীন দাবি তুলে এজেন্সি ( ED) তাঁর কেরিয়ার ও প্রতিষ্ঠা নষ্ট করতে পারে না । উল্লেখ্য, INX মিডিয়া মামলায় CBI চিদম্বরমকে 21 অগাস্ট
গ্রেপ্তার করে । সেই মামলায় তিনি 22 অক্টোবর জামিন পান । অন্যদিকে অর্থনৈতিক জালিয়াতির মামলায় ED তাঁকে 16 অক্টোবর গ্রেপ্তার করেছিল ।

ABOUT THE AUTHOR

...view details