পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

চিদম্বরমের পাঁচ দিন হেপাজত চাইল CBI - cbi

গতরাতে INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI । এরপর আজ সকালে তিনঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হল পি চিদম্বরমকে ।

আদালতে পেশ চিদম্বরমকে

By

Published : Aug 22, 2019, 3:00 PM IST

Updated : Aug 22, 2019, 4:05 PM IST

দিল্লি, 22 অগাস্ট : পাঁচ দিনের জন্য প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে নিজেদের হেপাজতে চাইল CBI ৷ আজ তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় পি চিদম্বরমকে । তার পরই তাঁকে CBI আদালতে তোলে । CBI আধিকারিকরা দুপুর 3টে নাগাদ চিদম্বরমকে সঙ্গে নিয়ে আদালতের পথে রওনা দেয় । তার আগেই অবশ্য স্ত্রী নলিনী ও ছেলে কান্তি পৌঁছে গেছিলেন CBI আদালতে । উপস্থিত আছেন কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভি । গতরাতে INX মিডিয়া মামলায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমকে গ্রেপ্তার করেছিল CBI ।

INX মিডিয়া দুর্নীতি মামলায় খাঁড়াটা ঝুলছিল বেশ কিছুদিন ধরেই ৷ অভিযোগ ছিল, 4.5 কোটির বদলে 350 কোটি টাকা বেআইনি পথে দেশে আনার মূল ষড়যন্ত্রী ছিলেন প্রাক্তন এই অর্থমন্ত্রী ৷ নিজের ছেলে কার্তি চিদম্বরমের সংস্থাকে বেআইনিভাবে সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে ৷ এই অভিযোগের ভিত্তিতেই CBI প্রাক্তন অর্থমন্ত্রীকে সর্বোচ্চ 14 দিনের হেপাজতে চাইবে বলে জানা গেছে ।

মঙ্গলবার চিদাম্বরমের বাড়িতে CBI ও ED আধিকারিকরা হানা দিলেও তাঁর নাগাল পাননি তাঁরা । অথচ গতকাল সবাইকে অবাক করে দিয়ে আইনজীবী তথা কংগ্রেসে তাঁর সহকর্মী কপিল সিব্বল ও অভিষেক মনু সিংভিকে সঙ্গে নিয়ে সাংবাদিক বৈঠক করেন চিদম্বরম । এরপরেই তাঁকে বাড়ি থেকে গ্রেপ্তার করে CBI ।

এদিকে পি চিদম্বরম-পুত্র কার্তি চিদম্বরম বাবার গ্রেপ্তারি প্রসঙ্গে বলেন, "সরকারের সবথেকে বড় সমালোচক ছিলেন বাবা । তাই, তাঁর প্রতিবাদী কণ্ঠরোধ করতেই গ্রেপ্তার করা হয়েছে ।"

মঙ্গলবার INX মিডিয়া মামলায় আগাম জামিনের আবেদন হাইকোর্টে খারিজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পি চিদম্বরম । তাঁর আইনজীবী কপিল সিব্বল এই আবেদনের প্রেক্ষিতে দ্রুত শুনানির আর্জি পেশ করেন আদালতে । কিন্তু অযোধ্যা মামলার দৈনিক শুনানিতে ব্যস্ত প্রধান বিচারপতি রঞ্জন গগৈর তরফে জানানো হয়, কোনও ভাবেই এই আবেদন রক্ষা করা সম্ভব নয় ৷ পাশাপাশি শুক্রবার শুনানির দিন ঘোষণা করা হয় ৷

Last Updated : Aug 22, 2019, 4:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details