দিল্লি, 21 অগাস্ট : INX মিডিয়া মামলায় দিল্লি হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন চিদম্বরমের আইনজীবী কপিল সিব্বল । সেই পিটিশন প্রধান বিচারপতির বেঞ্চে দ্রুত শুনানির জন্য পাঠানো হচ্ছে বলে জানায় শীর্ষ আদালত ।
কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টের বিচারপতি এন ভি রামান্না বলেন, "এই মামলা প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বেঞ্চে পাঠানো হচ্ছে । তিনিই নির্দেশ দেবেন ।" তার আগে ED ও CBI-এর হয়ে সলিসিটর জেনেরাল তুষার মেহতা আজ আদালতে বলেন, "এটি বড়মাপের বেআইনি আর্থিক লেনদেনের মামলা ।" অপরদিকে, সিব্বল আদালতকে বলেন, "মঙ্গলবার রাত 2টো নাগাদ চিদম্বরমের বাড়িতে নোটিশ দেয় CBI । 2 ঘণ্টার মধ্যে কংগ্রেস নেতাকে হাজিরা দিতে বলা হয় ।"
রামান্না সিব্বলকে বলেন, "চিদম্বরমের জামিনের আবেদনে গলদ ছিল বলে জানিয়েছে রেজিস্ট্রার৷" তখন সিব্বল বলেন, "এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট (ECIR) তো পেপারবুকের অংশ নয় ৷ চিদম্বরম কোথাও যাননি ৷ তাঁর কথা তো শুনতে হবে ৷" লুক আউট নোটিশ জারির কথাও উল্লেখ করেন সিব্বল ৷