লকডাউন আপডেট : দেশে কোরোনায় মৃতের সংখ্যা 16 হাজার ছাড়াল
overall-situation-of-lockdown-in-india
08:32 June 29
দিল্লি, 29 জুন : লকডাউনের আজ 97 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- দেশে কোরোনায় মৃতের সংখ্যা 16 হাজার ছাড়াল ৷ মোট আক্রান্তের সংখ্যা 5,28,859 জন ৷
06:38 June 29
- দেশে সুস্থ হয়ে ওঠা কোরোনা রোগীর সংখ্যা বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যার তুলনায় বেশি । জানাল স্বাস্থ্য মন্ত্রক
- রাজস্থানে বিয়ের অনুষ্ঠানে বর সহ 15 জন কোরোনায় আক্রান্ত ৷ জেলা প্রশাসনের তরফে 6.25 লাখ টাকা জরিমানা করা হয়েছে ৷
- কোরোনায় আক্রান্তের সংখ্যা বাড়ছে । তাই ফের লকডাউন জারির ভাবনা তেলাঙ্গানা সরকারের ।
- হাম, মাম্পস এবং রুবেলার মতো ভ্যাকসিন দেওয়া থাকলে শিশুরা COVID-19 এর সংক্রমণ ঠেকাতে পারবে । দাবি, লিথুয়ানিয়া ও কুরদিশ বিজ্ঞানীদের ৷
- তিন মাস পর মহারাষ্ট্রে ফের খুলে গেল স্যাঁলো ।
- AC কামরাগুলিতেঘূর্ণায়মান বায়ু সঞ্চালন পরিবর্তন করে অপারেশন থিয়েটারের মতো শুদ্ধ বাতাস পাম্প করা হবে ।
- কোরোলিন' ওষুধ নিয়ে মানুষকে বিভ্রান্ত করারচেষ্টা করছে 'পতঞ্জলি'। এই অভিযোগেই যোগগুরু রামদেব সহ বেশকয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হল রাজস্থানের জয়পুরে ।
- ফের সম্পূর্ণ লকডাউন গুয়াহাটিতে ৷
Last Updated : Jun 29, 2020, 8:52 AM IST