লকডাউন আপডেট : তেলাঙ্গানায় একদিনে আক্রান্ত 1087 - corona news updates
গ্রাফিক্স
06:41 June 28
দিল্লি, 28 জুন : লকডাউনের আজ 96 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- নাগাল্যান্ডের ডিমাপুরে BSL-২ ল্যাবের উদ্বোধন করলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এস পাংনিউ ফোম । এই ল্যাবে কোরোনা পরীক্ষা করা যাবে ফলে রাজ্যে কোরোনা পরীক্ষার মান বাড়বে
- গুয়াহাটিতে আজ 7 টা থেকে আগামী 14 দিন পর্যন্ত চলবে সম্পূর্ণ লকডাউন
- কোরোনার জেরে বন্ধ শো । কাজ নেই বহু গায়কের । তাঁদের জন্য গান গেয়ে টাকা তুলছেন গায়ক সত্যন মহালিঙ্গম
- অসমে নতুন করে কোরোনা আক্রান্ত 246 জন
- আপেল তোলার মরশুম । কিন্তু কোরোনার জেরে আপেল তোলার শ্রমিক পাওয়া যাচ্ছে না । যানবাহন পরিষেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় আসতে পারছেন না তাঁরা । সমস্যায় আপেল চাষিরা
- তেলাঙ্গানায় গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 1 হাজার 87 জন, মৃত্যু হয়েছে ছ'জনের
- অসম পুলিশের আধিকারিকসহ অসমে নতুন করে কোরোনায় আক্রান্ত 30 জন
- ছত্তিশগড়ে গত 24 ঘণ্টায় আক্রান্ত 57 জন
- কোরোনা চিকিৎসার জন্য এলে ফেরানো যাবে না । বেসরকারি হাসপাতালগুলিকে বলল কর্নাটক সরকার
- জুন 27 থেকে 29 পর্যন্ত তামিলনাড়ুর মাদুরাইতে সম্পূর্ণ লকডাউন
- হরিয়ানায় নতুন করে কোরোনা আক্রান্ত 543 জন
- ঝাড়খণ্ডে নতুন করে কোরোনা আক্রান্ত 45 জন
- পশ্চিমবঙ্গে গত 24 ঘণ্টায় সংক্রমিত 521 জন । মৃত্যু হয়েছে 13 জনের
- রাজস্থানে গত 24 ঘণ্টায় আক্রান্ত 284 জন