পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আপডেট : গুয়াহাটিতে আগামী 2 সপ্তাহ লকডাউন - unlock one

গ্রাফিক্স চিত্র
গ্রাফিক্স চিত্র

By

Published : Jun 26, 2020, 7:03 AM IST

Updated : Jun 26, 2020, 2:03 PM IST

13:54 June 26

দিল্লি, 26 জুন : লকডাউনের আজ 94 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • বিহারে গত 24 ঘণ্টায় আক্রান্ত 123 জন 
  • অসমে বাড়ছে সংক্রমণ । দু'সপ্তাহ লকডাউন গুয়াহাটিতে । জারি থাকবে রাত্রিকালীন কারফিউ 

06:12 June 26

  • মুম্বইয়ে শেষ 24 ঘণ্টায় আক্রান্ত 1365 জন, মৃত্যু হয়েছে 58 জনের
  • পুনেতে নতুন করে আক্রান্ত 725 জন
  • তেলাঙ্গানায় বাড়ছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 920 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 11 হাজার 364
  • অসমে গত 24 ঘণ্টায় আক্রান্ত 276 জন
  • কর্নাটকে নতুন করে আক্রান্ত 442 জন
  • মুম্বইয়ের ধারাভিতে নতুন করে সংক্রমিত হয়েছেন 11 জন
  • ঝাড়খণ্ডে গত 24 ঘণ্টায় আক্রান্ত 42 জন
  • ছত্তিশগড়ে নতুন করে আক্রান্ত 37 জন
  • পাকিস্তান থেকে বিশেষ বিমানে আজ দেশে ফিরছেন 748 জন ভারতীয়
  • বিহারে এপর্যন্ত কোরোনায় মৃত্যু হয়েছে 55 জনের । নতুন করে আক্রান্ত 215 জন
  • ছত্তিশগড়ে চালু হল আন্তঃরাজ্য বাস পরিষেবা
  • দিল্লির গৌতমবুদ্ধ নগরে নতুন করে আক্রান্ত 143 জন । একদিনে আক্রান্তের নিরিখে যা সর্বোচ্চ
  • গোয়ায় 24 ঘণ্টায় আক্রান্ত 44 জন
  • দিল্লিতে নতুন করে আক্রান্ত 3 হাজার 390 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 64 জনের
  • সিকিমে 24 ঘণ্টায় আক্রান্ত 2 জন
  • গত সাতদিনে কেরালায় সংক্রমিত হয়েছেন 100-রও বেশি মানুষ
  • জম্মু ও কাশ্মীরে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 127 জন । এর মধ্যে 10 জন CRPF জওয়ান রয়েছেন
Last Updated : Jun 26, 2020, 2:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details