লকডাউন আপডেট : একদিনে সর্বোচ্চ, দিল্লিতে সংক্রমিত 3630
গ্রাফিক্স
06:38 June 21
দিল্লি, 21 জুন : লকডাউনের আজ 89তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 477 । যা নিয়ে এখনও পর্যন্ত এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 8929 । এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 106 জনের
- অসমে নতুন করে আক্রান্ত 133 জন
- গত 24 ঘণ্টায় ওড়িশায় আক্রান্ত 304 জন
- বন্ধ হচ্ছে এবছরের কানওয়ান যাত্রা । আজ ভিডিয়ো কনফারেন্স করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, হরিয়ানার মুখ্যমন্ত্রী এম এল খাট্টার ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত
- পুনেতে নতুন করে আক্রান্ত 823 জন । এখনও পর্যন্ত এখানে এটিই একদিনে সর্বোচ্চ
- রাজস্থানে নতুন করে আক্রান্ত 154 জন
- দেশে একদিনে কোরোনা আক্রান্ত 15 হাজার 413 জন । এখনও পর্যন্ত এটিই একদিনে আক্রান্তের নিরিখে সর্বোচ্চ
- একদিনে সর্বোচ্চ আক্রান্ত দিল্লিতে । সমস্ত রেকর্ড ভেঙে আবারও একদিনে সংক্রমিত 3 হাজার 630 জন
- মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 3 হাজার 874 জন