লকডাউন আপডেট : নিউজ়িল্যান্ড থেকে ফিরছেন 217 জন ভারতীয় - Unlock 1
গ্রাফিক্স
09:05 June 17
দিল্লি, 17 জুন : লকডাউনের আজ 85 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- রাজস্থানে ক্রমেই বাড়ছে সংক্রমণ । 150 টি আইসোলেশন কোচের ব্যবস্থা করল যোধপুর রেলওয়ে
- নাগাল্যান্ডে নতুন করে আক্রান্ত 2 জন
- গত 24 ঘণ্টায় মিজ়োরামে একটিও কোরোনা আক্রান্তের খোঁজ পাওয়া যায়নি
- নিউজ়িল্যান্ড থেকে দেশে ফিরছেন 217 জন ভারতীয়
06:15 June 17
- গত 24 ঘণ্টায় মধ্যপ্রদেশে নতুন করে কোরোনা আক্রান্ত 178 জন
- অসমে নতুন করে আক্রান্ত 191 জন
- রোজই তেলাঙ্গানায় বাড়ছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় এরাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে 213 জন । মৃত্যু হয়েছে চারজনের
- দিল্লিতে আবারও একদিনে দু 'হাজারের কাছাকাছি কোরোনা সংক্রমণ । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে 1859 জন
- মুম্বইয়ে নতুন করে আক্রান্ত 941 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 55 জনের
- ঝাড়খণ্ডে নতুন করে আক্রান্ত 34 জন
- মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 2701 জন
- হরিয়ানায় লাফিয়ে বাড়ছে সংক্রমণ । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 550 জন
- উত্তরাখণ্ডে নতুন করে সংক্রমিত 30 জন
- রাজস্থানে গত 24 ঘণ্টায় আক্রান্ত 235 জন । মৃত্যু হয়েছে সাত জনের
Last Updated : Jun 17, 2020, 9:13 AM IST