পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আপডেট : তেলাঙ্গানায় আক্রান্ত 23 জন সাংবাদিক

গ্রাফিক্স
গ্রাফিক্স

By

Published : Jun 15, 2020, 7:19 AM IST

06:04 June 15

দিল্লি, 15 জুন : লকডাউনের আজ 83 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • কোরোনায় আক্রান্ত হওয়ার পর আত্মঘাতী রাজস্ব বিভাগের এক আধিকারিক । দিল্লির ঘটনা
  • অত্যাবশ্যকীয় পরিষেবায় যুক্ত কর্মীদের যাতায়াতের জন্য চালু হল দিল্লির লোকাল ট্রেন
  • তেলাঙ্গানায় কোরোনা আক্রান্ত 23 জন সাংবাদিক । এই নিয়ে এরাজ্যে মোট 60 জন সাংবাদিকের শরীরে কোরোনা পজ়িটিভ মিলল
  • ইন্দো-তিব্বত বর্ডার পুলিশের আরও চার জওয়ান কোরোনায় আক্রান্ত
  • ঝাড়খণ্ডে গত 24 ঘণ্টায় আক্রান্ত 37 জন
  • তেলাঙ্গানায় নতুন করে কোরোনা আক্রান্ত 237 জন, গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে তিন জনের
  • দিল্লিতে গত 24 ঘণ্টায় কোরোনা আক্রান্ত 2224 জন । যা একদিনে দিল্লিতে কোরোনা আক্রান্তের নিরিখে সর্বোচ্চ
  • মুম্বইয়ে নতুন করে কোরোনা আক্রান্ত 1395 জন । মৃত্যু হয়েছে 79 জনের
  • হরিয়ানায় নতুন করে আক্রান্ত 459 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 10 জনের
  • গোয়ায় গত 24 ঘণ্টায় আক্রান্ত 41 জন

ABOUT THE AUTHOR

...view details