পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আপডেট : মহারাষ্ট্রে একদিনে আক্রান্ত 3427 - দেশে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা

গ্রাফিক্স
গ্রাফিক্স

By

Published : Jun 14, 2020, 7:03 AM IST

Updated : Jun 14, 2020, 10:39 AM IST

06:06 June 14

দিল্লি, 14 জুন : লকডাউনের আজ 82তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

  • মহারাষ্ট্রে গত 24 ঘণ্টায় আক্রান্ত 3 হাজার 427 জন । এই নিয়ে এরাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা 1 লাখ 4 হাজার 568
  • দিল্লিতে যেকোনও 10 থেকে 49 শয্যাবিশিষ্ট নার্সিংহোমকে কোরোনা হাসপাতাল হিসেবে ঘোষণা দিল্লি সরকারের
  • অসমে নতুন করে কোরোনায় আক্রান্ত 207 জন । এই নিয়ে অসমে মোট কোরোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল 2হাজার 84
  • ছত্তিশগড়ে নতুন করে কোরোনায় আক্রান্ত 67 জন
  • পশ্চিমবঙ্গে নতুন করে সংক্রমিত 454 জন
  • দিল্লিতে বাড়ল কনটেইনমেন্ট জ়োনের সংখ্যা
  • বাড়ছে কোরোনা সংক্রণের হার । পঞ্জাবে বাড়ানো হল টেস্টিংয়ের সংখ্যা
  • দিল্লিতে ফের বাড়ল আক্রান্তের সংখ্যা । গত 24 ঘণ্টায় নতুন করে আক্রান্ত 2 হাজার 134 জন
  • মধ্যপ্রদেশে নতুন করে আক্রান্ত 198 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের
  • ঝাড়খণ্ডে 54 জন সংক্রমিতের খোঁজ মিলল গত 24 ঘণ্টায়
  • ত্রিপুরায় গত 24 ঘণ্টায় আক্রান্ত 54 জন । টেস্ট হয়েছিল 1 হাজার 860 জনের
  • তেলাঙ্গানায় নতুন করে আক্রান্ত 253 জন । এই নিয়ে এরাজ্যে আক্রান্তের সংখ্যা দাঁড়াল 4 হাজার 737
  • জম্মু ও কাশ্মীরে কোরোনা আক্রান্ত 148
Last Updated : Jun 14, 2020, 10:39 AM IST

ABOUT THE AUTHOR

...view details