লকডাউন আপডেট : দেশের প্রায় সব রাজ্যেই বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা - আনলক ওয়ান
গ্রাফিক্স
06:30 June 11
দিল্লি, 11 জুন : লকডাউনের আজ 79 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...
- তেলাঙ্গানায় নতুন করে কোরোনা আক্রান্ত 191 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 8 জনের
- গত 24 ঘণ্টায় ঝাড়খণ্ডে কোরোনা আক্রান্ত হয়েছেন 128 জন
- অরুণাচলপ্রদেশে একদিনে সুস্থ হলেন দু'জন
- পঞ্জাবে শুরু হল ধান চাষ
- পুনেতে নতুন করে কোরোনা আক্রান্ত 435 জন । গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে সাত জনের
- গত 24 ঘণ্টায় মুম্বইয়ে নতুন করে কোরোনা আক্রান্ত 1567 জন, মৃত্যু হয়েছে 97 জনের