পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লকডাউন আপডেট : ধাপে ধাপে স্কুল খুলবে হরিয়ানায়, জানালেন হরিয়ানার শিক্ষামন্ত্রী - আনলক ওয়ান

Graphics
গ্রাফিক্স

By

Published : Jun 4, 2020, 6:41 AM IST

Updated : Jun 4, 2020, 2:01 PM IST

13:58 June 04

দিল্লি, 4 জুন : লকডাউনের আজ 72 তম দিন । দেশে দিন দিন বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । বাড়ছে মৃত্যুও । পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন ক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে ৷ দেশজুড়ে কেমন আজকের ছবি? দেখে নেওয়া যাক...

অন্যান্য রাজ্য থেকে চিকিৎসা সরঞ্জাম আনতে রাজ্যের বিমান ব্যবহারের ছাড়পত্র দিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ  

  • রাজস্থানে 24 ঘণ্টায় নতুন করে কোরোনায় আক্রান্ত 68 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 9720  
  • অসমে নতুন করে কোরোনায় আক্রান্ত 47 জন । এরাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা 1877
  • গত 24 ঘণ্টায় অন্ধ্রপ্রদেশে নতুন করে কোরোনায় আক্রান্ত 98 জন । এই নিয়ে এরাজ্যে মোট আক্রান্তের সংখ্যা 3377  
  • ধীরে ধীরে স্কুল খুলবে হরিয়ানায় । ক্লাসে মাত্র 30 জনকে রাখা যাবে । মানতে হবে সামাজিক দূরত্ব । আজ জানালেন হরিয়ানার শিক্ষামন্ত্রী মিনকানওয়ার পাল 

06:08 June 04

  • গত 24 ঘণ্টায় পঞ্জাবে আক্রান্ত 34 জন
  • দিল্লি- উত্তরপ্রদেশ সীমান্তে আজও চলছে নাকা চেকিং
  • প্রতিরক্ষা দপ্তরের এক আধিকারিক কোরোনা আক্রান্ত, রয়েছেন সেলফ কোয়ারানটিনে
  • লকডাউন 5.0 -তে 8 জুন থেকে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান খোলার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার । সেই মতোই মন্দির খোলার প্রস্তুতি শুরু হল তিরুপতি বালাজিতে । গতকাল পরিস্থিতি খতিয়ে দেখতে মন্দির পরিদর্শনে যান তিরুপতির পুলিশ সুপার আভুলা রমেশ
  • লকডাউন শিথিল হলেও আপাতত খোলা যাবে না জিম । এর ফলে সমস্যায় দেশের বিভিন্ন প্রান্তের জিম মালিকরা । সমস্যায় জিম কর্মীরাও
Last Updated : Jun 4, 2020, 2:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details