শ্রীনগর, 3 অগাস্ট : নিরাপত্তার কারণে সরকার ইতিমিধ্যেই অমরনাথ যাত্রা বাতিল করেছে । আর আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম ও পর্যটকদের হুড়োহুড়ির মধ্যেই 6126 জনকে জম্মু ও কাশ্মীর থেকে বের করা সম্ভব হয়েছে । এদের মধ্যে 5829 জন 32টি বিভিন্ন ফ্লাইটে টিকিট কেটে বাড়ি ফিরেছেন । 387 জন কাশ্মীর ছেড়েছেন বিমানবাহিনীর বিশেষ বিমানে ।
টিকিটের চড়া দাম সত্ত্বেও উপত্যকা ছাড়লেন 6126 পর্যটক - JAMMU AND KASHMIR
আর আকাশ ছোঁয়া বিমানের টিকিটের দাম সত্ত্বেও 6126 জনকে জম্মু ও কাশ্মীর থেকে বের করা সম্ভব হয়েছে ।
এদিকে যাত্রা বাতিল হলেও অনেক পর্যটক এখনও আটকে শ্রীনগরে । পর্যটকরা বাড়ি ফিরবেন কী করে? আজ সকাল থেকেই শ্রীনগর বিমানবন্দরে যাত্রীদের বিশাল ভিড় ছিল ৷ এসেছিলেন বিমানের টিকিট কাটতে ৷ কিন্তু, অনেককেই ফিরতে হয় খালি হাতে ৷ সঙ্গে টিকিটের চড়া দাম ৷ দেশের বিভিন্ন ট্রাভেল পোর্টাল শ্রীনগর থেকে দিল্লি বা মুম্বইয়ে ফেরার যে ভাড়া দেখাচ্ছে, তা দেখে যাত্রীদের চোখ কপালে উঠে গেছে । আজ শ্রীনগর থেকে দিল্লি যাওয়ার ভাড়া ছিল 15 হাজারের উপরে ৷ আবার, শ্রীনগর-মুম্বই যাওয়ার টিকিটের দাম নেওয়া হচ্ছিল 16 থেকে 17 হাজার টাকা । ফলে বিপাকে পড়েন যাত্রীরা ৷
দেশের যাত্রীবাহী বিমান পরিবহন পরিষেবা মন্ত্রকের অধিকর্তারা বিষয়টির উপর নজর রাখছেন । তাঁরা জানিয়েছেন, শ্রীনগর বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হয়েছে । বিমান পরিষেবা প্রদানকারী সংস্থাগুলি বেশি বিমান চালাতে ইচ্ছুক । তবে সরকারের পক্ষ থেকে বিমানের ভাড়া আকাশ ছোঁয়া না করতে বলা হয়েছে বিমান সংস্থাগুলিকে ।