শ্রীনগর, 16 মে : লকডাউনের জেরে দেশের বিভিন্ন প্রান্তে আটকে পড়া 56 হাজার মানুষকে রাজ্যে ফেরাল জম্মু ও কাশ্মীর প্রশাসন । যার মধ্যে 49 হাজার 218 জন বাসে লখনপুর হয়ে ফিরেছেন । এবং সাত হাজার 264 জনকে বিশেষ ট্রেনে ফেরানো হয়েছে ।
56 হাজার মানুষরকে রাজ্যে ফেরাল জম্মু ও কাশ্মীর প্রশাসন - জম্মু ও কাশ্মীর প্রশাসন
আজ সকালেই রাজধানী এক্সপ্রেসে জম্মু ও কাশ্মীরের 900 জনকে ফেরানো হয় । দু'টি ট্রেনের একটি দিল্লি থেকে ও অন্যটি উধমপুর থেকে রওনা দেয় ।
ছবি
আজ সকালেই রাজধানী এক্সপ্রেসে জম্মু ও কাশ্মীরের 900 জনকে ফেরানো হয় । দু'টি ট্রেনের একটি দিল্লি থেকে ও অন্যটি উধমপুর থেকে রওনা দেয় ।
উধমপুরের ডেপুটি কমিশনার পীযুষ সিংঘলা বলেন, "জেলা প্রশাসন জম্মু ও কাশ্মীরের মানুষজনকে ফেরাতে পর্যাপ্ত ব্যবস্থা করেছিল । যথা সময়ে তাঁদের ট্রেন রওনা দিয়েছে ।" তিনি জানান, প্রশাসনিক আধিকারিকরা নিয়ম মেনে সমস্ত কাজ করেছেন । যথোপযুক্তভাবে মানা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকাও ।