শ্রীনগর, 19 সেপ্টেম্বর : আট মাসে 3 হাজারেরও বেশি বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে পাকিস্তান । 1 জানুয়ারি থেকে 7 সেপ্টেম্বর পর্যন্ত জম্মুতে নিয়ন্ত্রণ রেখায় 3 হাজার 186 বার যুদ্ধ বিরতি লঙ্ঘন হয়েছে । সংসদে বাদল অধিবেশনে কেন্দ্রের তরফে এই বিষয়ে জানানো হয় ।
2003 সালে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয় । এরপর একাধিকবার পাকিস্তান যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত । কিন্তু গত আট মাসে যুদ্ধবিরতি লঙ্ঘন সর্বাধিক ।
প্রতিরক্ষা মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী শ্রীপদ নায়েক রাজ্যসভায় জম্মু-কাশ্মীরের পরিস্থিতির বিষয়ে বলেন । তিনি জানান, 1 জানুয়ারি থেকে 31 অগাস্ট পর্যন্ত 242 বার সংঘর্ষ হয়েছে । পাকিস্তানের তরফে গুলি চালানো হয়েছে । উপযুক্ত জবাব দিয়েছে ভারতীয় সেনা । পরিকল্পনামাফিক পাকিস্তানের তরফেই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন হয়েছে বলে সংসদে জানান তিনি ।