দিল্লি, 12 জুলাই: প্রতিদিনই ভাঙছে রেকর্ড । ফের দেশে রেকর্ড সংক্রমণ । একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 28 হাজারের গণ্ডি পার করল ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 8 লাখ 49 হাজার 553 ৷
গত 24 ঘণ্টায় দেশে সংক্রমিত হয়েছে 28 হাজার 637 জন ৷ কোরোনায় একদিনে মৃত্যু হয়েছে 551 জনের ৷ মৃতের মোট সংখ্যা দাঁড়িয়েছে 22 হাজার 674-এ ৷ সক্রিয় রোগীর সংখ্যা 2 লাখ 92 হাজার 258 ৷ সুস্থ হয়ে উঠেছে পাঁচ লাখ 34 হাজার 620 জন ৷
দেশে সর্বোচ্চ আক্রান্তের নিরিখে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছে 8 হাজার 139 জন ৷ এরমধ্যে মহারাষ্ট্রের রাজভবনের 18 জন কোরোনায় আক্রান্ত হয়েছে ৷ কোরোনায় আক্রান্ত হয়েছে অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চনের নামও ৷
দিল্লিতে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 1 লাখ 10 হাজার 921 ৷ তবে গত 24 ঘণ্টায় গত 31 দিনের মধ্যে সর্বনিম্ন সংক্রমণ হয়েছে সেখানে ৷ এই মাসে হোম আইসোলেশনে য়াঁরা আক্রান্ত হয়েছেন তাঁদের কারও মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে ৷
পশ্চিমবঙ্গেও একদিনে রেকর্ড সংক্রমণ হয়েছে ৷ একদিনে রাজ্যে কোরোনায় আক্রান্ত হয়েছে 1 হাজার 344 জন ৷ মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 28 হাজার 453 ৷ এদিকে রাজ্যে 26 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা বেড়ে 906-এ পৌঁছেছে ৷