পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

24 ঘণ্টায় দেশে সর্বোচ্চ সংক্রমিত, ছাড়াল 22 হাজারের গণ্ডি

দেশে একদিনে কোরোনা আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা বেড়ে দাঁড়াল 22,771 ৷ অন্যদিকে গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 442 জনের ৷ দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা 6,48,315 ৷

Coronavirus
Coronavirus

By

Published : Jul 4, 2020, 12:06 PM IST

দিল্লি, 4 জুলাই : দেশে একদিনে কোরোনা আক্রান্তের সংখ্যা 22 হাজারের গণ্ডি পেরোলো ৷ গত 24 ঘণ্টায় দেশে নতুন করে 22,771 জন সংক্রমিত হয়েছেন ৷ এনিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 6,48,315-তে ৷

আক্রান্তের পাশাপাশি বেড়েছে মৃতের সংখ্যাও ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 442 জনের, মোট মৃতের সংখ্যা 18,655 ৷ বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা 2,35,433 ৷ এখনও অবধি সুস্থ হয়ে উঠেছেন 3,94,226 জন ৷ কোরোনো রোগীদের সুস্থ হওয়ার হার বৃদ্ধি পেয়ে 60.80 শতাংশে পৌঁছেছে ৷

দেশের মধ্যে সর্বাধিক আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে ৷ সেখানে বর্তমানে আক্রান্তের সংখ্যা 1,92,990 ৷ গত 24 ঘণ্টায় 198 জনের মৃত্যু হওয়ায় মৃতের মোট সংখ্যা পৌঁছাল 8376-এ ৷ মহারাষ্ট্রের পরই তালিকায় রয়েছে তামিলনাড়ুর নাম ৷ গত 24 ঘণ্টায় 4,329 জন নতুন করে সংক্রমিত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা এক লাখের গণ্ডি পার করল ৷ মৃত্যু হয়েছে 1385 জনের ৷ রাজধানী দিল্লিতেও কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমাগত বেড়েই চলেছে ৷ গতকাল 3,947 জন আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা হল 94 হাজার ৷

বন্যায় প্লাবিত অসম ৷ এরই মধ্যে কোরোনা আক্রান্তের সংখ্যাও দ্রুত বাড়ছে সেখানে ৷ গত নয়দিনে 1900 জন কোরোনা আক্রান্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে 9799 ৷ সংক্রমণ নিয়ন্ত্রণে অসম সরকারের তরফে প্রতিদিন 10 হাজার সোয়াব পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details