ভুবনেশ্বর, 31 অগাস্ট : ওড়িশায় বন্যায় এখনও পর্যন্ত 17 জনের মৃত্যু হয়েছে । বন্যার জেরে ক্ষতিগ্রস্তের সংখ্যা ছাড়িয়েছে 14 লাখ ।
ওড়িশায় বন্যায় মৃত্যু 17 জনের, ক্ষতিগ্রস্ত 14 লাখের বেশি - বন্যায় 17 জনের মৃত্যু
ওড়িশার মোট 112টি ব্লক, 896টি গ্রাম পঞ্চায়েত, 3 হাজার 256টি গ্রাম, 75টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । স্পেশাল রিলিফ কমিশনারের (SRC) অফিস জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় 22টি দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে এবং 254টি নৌকা নামানো হয়েছে ।
![ওড়িশায় বন্যায় মৃত্যু 17 জনের, ক্ষতিগ্রস্ত 14 লাখের বেশি Odisha flood](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-09:38:45:1598846925-8620845-odisha.jpg)
ওড়িশার মোট 112টি ব্লক, 896টি গ্রাম পঞ্চায়েত, 3 হাজার 256টি গ্রাম, 75টি ওয়ার্ড বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে । স্পেশাল রিলিফ কমিশনারের (SRC) অফিস জানিয়েছে, বন্যা কবলিত এলাকায় 22টি দমকল বাহিনী উদ্ধারকাজ চালাচ্ছে এবং 254টি নৌকা নামানো হয়েছে । রাজ্যে বন্যায় এ'পর্যন্ত যে সমস্ত জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার মধ্যে রয়েছে - অঙ্গুল, বালাসোর, বারগড়, ভদ্রক, বৌধ, কটক, ঢেঙ্কানল, জগৎসিংপুর, জাজপুর, ঝারসুগুড়া, কেন্দ্রপাড়া, কেওনঝড়, খোড়দা, ময়ূরভঞ্জ, নয়াগড়, নুয়াপাড়া, পুরী, সম্বলপুর, সোনেপুর এবং সুন্দরগড় ।
বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে 340টি গ্রাম । এখনও পর্যন্ত মোট 10 হাজার 382টি বাড়ি এবং 1,68,904 হেক্টর জমির শস্য নষ্ট হয়েছে । SRC অফিস সূত্রে জানা গিয়েছে, NDRF-এর 14টি দল, 17টি ওড়িশা ডিজ়াস্টার র্যাপিড অ্যাকশন ফোর্স (ODRAF), 22টি ফায়ার সার্ভিসেস টিম এবং 254টি নৌকা ক্ষতিগ্রস্ত এলাকায় মোতায়েন করা হয়েছে । মোট 11টি জেলায় জলের তোড়ে 107টি রাস্তা বিচ্ছিন্ন হয়েছে এবং পাঁচটি জেলায় নদীতে ভাঙন দেখা দিয়েছে ।