মেরঠ (উত্তরপ্রদেশ), 5 জুন : দেশজুড়ে একইIMEI নম্বরের প্রায় 13 হাজার 500টি মোবাইল ফোন চলছে ৷ এমনই তথ্য সামনে এল মেরঠ পুলিশের তদন্তে । পুলিশ সূত্রে খবর, মোবাইল ফোন সংস্থা ও পরিষেবা প্রদানকারী কেন্দ্রের বিরদ্ধে প্রতারণা মামলা দায়ের করা হয়েছে ৷
মেরঠের পুলিশ সুপার অখিলেশ এন সিং জানান, এক পুলিশ আধিকারিক নতুন ফোন নেন৷ নতুন ফোন ঠিক মতো কাজ করছিল না বলে সাইবার ক্রাইমের এক আধিকারিকের কাছে ঠিক করাতে দেন তিনি৷ এরপরই এই তথ্য সামনে আসে৷ তিনি জানান, দেশজুড়ে 13 হাজার 500টি মোবাইল ফোন একই IMEI নম্বরে চলছে৷ তার মধ্যে তাঁদের এক পুলিশ আধিকারিকের মোবাইলও রয়েছে বলে জানান তিনি৷ নিরাপত্তার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেও জানান তিনি৷