পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 29, 2020, 11:55 PM IST

ETV Bharat / bharat

COVID 19 : বিশ্বে সুস্থ হয়ে উঠছেন 1 লাখ 48 হাজার, দেশে 96

দেশে এখনও পর্যন্ত 96 জন রোগী সুস্থ হয়ে উঠেছে ৷ গোটা বিশ্বে সুস্থ্য 1 লাখ 48 হাজার মানুষ ৷ ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিনের অর্থনীতিও ৷

ছবি
ছবি

দিল্লি, 29 মার্চ : সংক্রমিতের সংখ্যা সাত লাখ ছুঁই ছুঁই ৷ গোটা বিশ্বে দিন দিন জটিল হচ্ছে কোরোনা পরিস্থিতি ৷ বিগত 24 ঘণ্টায় স্পেনে 838 জনের শরীরে ভাইরাস সংক্রমণের হদিস মিলেছে ৷ দেশেও সংক্রমিতের সংখ্যা হাজার ছাড়িয়েছে ৷ সর্বশেষ পাওয়া রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে কোরোনায় সংক্রমিতের সংখ্যা 6 লাখ 97 হাজার ৷ প্রাণ হারিয়েছেন 33 হাজারেরও বেশি মানুষ ৷ চিনের ইউহান থেকে এই ভাইরাস ক্রমেই গ্রাস করতে শুরু করেছে গোটা মানবসভ্যতাকে ৷ চাপ বাড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতিতেও ৷ মুখ থুবড়ে পড়েছে ওয়াল স্ট্রিট থেকে শুরু করে একাধিক দেশের শেয়ার বাজার ৷ তবে এত সবকিছুর মধ্যেও 1 লাখ 48 হাজার মানুষ সুস্থ হয়ে উঠেছেন ভাইরাসের কবল থেকে ৷ মানবসভ্যতার কাছে যদি আশার ক্ষীণ কোনও আলো থেকে থাকে, তা আপাতত এটাই ৷

বিশ্বে বর্তমানে 5 লাখ 16 হাজারের কিছু বেশি মানুষ চিকিৎসাধীন রয়েছেন ৷ এঁদের মধ্যে প্রায় 4 লাখ 90 হাজারের অবস্থা সেভাবে সংকটজনক নয় বলেই জানিয়েছে সংশ্লিষ্ট দেশগুলির প্রশাসন, যা কি না বর্তমানে মোট চিকিৎসাধীন মানুষের 95 শতাংশ ৷ মোট সংক্রমিত যে 6 লাখ 97 হাজার মানুষ রয়েছেন তাঁদের মধ্যেও 82 শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন ৷ কোরোনা নিয়ে যেভাবে আতঙ্ক বাড়ছে, বিশেষ করে চিন, ইট্যালি, অ্যামেরিকা, স্পেনের মতো দেশগুলির পরিসংখ্যান যেভাবে বাড়ছে, সেই প্রেক্ষিতে আপাতভাবে এই পরিসংখ্যান কিছুটা স্বস্তির বলেই মনে করছেন স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িতদের একাংশ ৷

একনজরে দেখে নেওয়া যাক বিশ্বের কোথায় কী পরিস্থিতি ?

COVID 19-এর প্রথম সংক্রমণ শুরু হয়েছিল চিন থেকেই ৷ 10 জানুয়ারি চিনে প্রথম কোরোনা সংক্রমিত ব্যক্তির হদিস মেলে ৷ তারপর থেকে 81 হাজারেরও বেশি মানুষের শরীরে ভাইরাসের সংক্রমণ ছড়ায় সেদেশে ৷ প্রাণ হারিয়েছে 3,300 মানুষ ৷ কিন্তু বিগত কিছু দিনে সেই পরিস্থিতি থেকে এখন অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে শি জ়িংপিনয়ের দেশ ৷ সুস্থ হয়ে উঠেছে প্রায় সাড়ে 75 হাজার মানুষ ৷ নতুন করে সংক্রমণের হারও কমেছে সেদেশে ৷ বিগত 24 ঘণ্টায় চিনে 45 জন নতুন করে সংক্রমিত হয়েছে ৷ গোটা চিনে এখন সবমিলিয়ে চিকিৎসা চলছে প্রায় আড়াই হাজার মানুষের ৷ ঘুরে দাঁড়াতে শুরু করেছে চিনের অর্থনীতিও ৷

চিন ঘুরে দাঁড়াতে পারলেও সংক্রমণ রুখতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইট্যালি ৷ সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ইট্যালিতে বিগত 24 ঘণ্টায় পাঁচ হাজারেরও বেশি মানুষের শরীরে ভাইরাসের হদিস মিলেছে ৷ মারা গেছে 756 জন ৷ সবমিলিয়ে সেদেশে 97 হাজারেও বেশি মানুষ সংক্রমিত ৷ প্রাণ হারিয়েছে দশ হাজারেরও বেশি মানুষ ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে, শুরু থেকেই কোরোনা মোকাবিলা নিয়ে যথেষ্ট অবহেলা করেছে ইট্যালি ৷ এই কারণেই পরিস্থিতি নাগালের বাইরে বেড়িয়ে গেছে ইট্যালির প্রশাসনের ৷

এইমুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বেশি সংক্রমিত হয়েছে অ্যামেরিকায় ৷ প্রায় 1 লাখ 30 হাজার মানুষ সেখানে কোরোনায় আক্রান্ত ৷ প্রাণ হারিয়েছে দুই হাজারেরও বেশি মানুষ ৷ যে স্পেনে 838 জনের শরীরে ভাইরাসের হদিস মিলেছে, সেই স্পেনেও এখনও পর্যন্ত 14 হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন ৷

কোরোনা যে গোটা মানবসভ্যতার উপর থাবা বসিয়েছে, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ কিন্তু সামাজিক দূরত্ব সঠিকভাবে বজায় রাখলেই এই পরিস্থিতি অনেকটাই মোকাবিলা করা সম্ভব ৷ ঠিক যেমনটা হয়েছে ভারতের ক্ষেত্রে ৷ বিশেষজ্ঞদের একাংশের মতে, সীমিত স্বাস্থ্য পরিষেবা নিয়েও প্রথম বিশ্বের প্রথম সারির দেশগুলির থেকে অনেকটাই কম প্রভাব পড়েছে দেশে ৷ পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না বেরিয়ে যায়, সেই কারণে অনেক আগে থেকেই আন্তর্জাতিক বিমান পরিষেবার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল ৷ প্রথমে জনতা কারফিউ ৷ তারপর দেশজুড়ে তিন সপ্তাহব্যাপী লকডাউন ৷ স্বাস্থ্য মন্ত্রকের তরফে প্রকাশ করা সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত 1024 জনের শরীরে এই ভাইরাসের হদিস মিলেছে ৷ মারা গেছে 28 জন ৷ স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, ইতিমধ্যে 96 জন সুস্থ হয়ে উঠেছেন ৷

তবে এরই মধ্যে ফের নতুন করে আতঙ্ক দানা বাধতে শুরু করেছে ৷ সংবাদমাধ্যমের একাংশের প্রকাশ, চিনে যেসব মানুষ ইতিমধ্যেই সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন, তাঁদের মধ্যে অনেকের শরীরেই ফের নতুন করে ভাইরাসের হদিস মিলতে শুরু করেছে ৷ চিনের সংবাদমাধ্যম সূত্রে জানানো হয়েছে, যাঁরা সুস্থ হয়ে উঠেছিল, তাঁদের প্রায় 10 শতাংশ মানুষ ফের নতুন করে সংক্রমিত হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details