দিল্লি, 17 জুন : আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। দেশের একতা খুবই গুরুত্বপূর্ণ। ভারত শান্তি চায়, কিন্তু দরকার পড়লে এমন হামলার জবাব দিতেও প্রস্তুত আমরা। লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত-চিন সেনা সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে চিনকে এভাবেই হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জওয়ানদের বলিদান বৃথা যাবে না: প্রধানমন্ত্রী - india china war update
আমাদের জওয়ানদের বলিদান বৃথা যাবে না। লাদাখ সংঘর্ষ প্রসঙ্গে দেশবাসীকে আশ্বস্ত করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ কোরোনা পরিস্থিতি নিয়ে 15 রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে ভিজিয়ো কনফারেন্সের মাধ্যমে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে লাদাখে শহিদদের শ্রদ্ধা জানাতে দু-মিনিট নীরবতা পালন করেন। পরে প্রধানমন্ত্রী বলেন, চিনের বিরুদ্ধে লড়াই করায় আমাদের জওয়ানদের নিয়ে গর্বিত দেশ। আমাদের দেশের একতা ও সর্বভৌমত্ব খুবই গুরুত্বপূর্ণ।
লাদাখে সংঘর্ষের পর ইন্দো-চিন সীমান্ত নিয়ে শুক্রবার সর্বদলীয় বৈঠকের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। শুক্রবার বিকেল 5টায় এই বৈঠকে উপস্থিত থাকবেন সব রাজনৈতিক দলের প্রতিনিধিরা। প্রসঙ্গত, সোমবার রাতে লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষ ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ এরপর মঙ্গলবার রাতে ভারতীয় সেনার তরফে জানানো হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনেরই মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, এই সংঘর্ষে চিনের 43 জন সেনা হতাহত হয়েছে বলে সূত্র উদ্ধৃত করে জানিয়েছে সংবাদসংস্থা ANI ৷ যদিও চিনের তরফ থেকে এখনও পর্যন্ত হতাহতের সংখ্যা স্পষ্ট করে জানানো হয়নি। এই ঘটনার পরেই চিন সীমান্তবর্তী কিন্নৌর ও লাহাউল-স্পিতি জেলার 15 টি গ্রামে সতর্কবার্তা জারি করেছে হিমাচলপ্রদেশ সরকার । ইতিমধ্যেই গ্রামগুলিতে সেনা জওয়ানরা টহল দিতে শুরু করেছেন বলে খবর ।