পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

"বন্দুকের জবাব বন্দুকে দেওয়া হবে", CAA ইশুতে মন্তব্য BJP নেতার - সিএএ

"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া উচিত" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷

Hariharan Raja
হরিহরন রাজা

By

Published : Dec 21, 2019, 1:30 PM IST

চেন্নাই, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনে তপ্ত দক্ষিণ ভারত ৷ ম্যাঙ্গালুরুতে প্রাণ হারিয়েছে দুই প্রতিবাদী ৷"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া হবে" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷ এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সামনে এসেছিল তামিলনাড়ুর এই বর্ষীয়ান নেতার নাম ৷

নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-র বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ । বৃহস্পতিবার ম্যাঙ্গালুরুতেও প্রতিবাদ-বিক্ষোভ দেখায় । সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় জলিল (49) ও নৌসিন (23) নামে দু'জনের । আজ চেন্নাইয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন BJP নেতা হরিহরন রাজা । তিনি বলেন, "বন্দুকের জবাব বন্দুক দিয়েই দেওয়া হবে । ওরা(বিক্ষোভকারীরা) শয়ে শয়ে মানুষকে মারতে চাইছিল । পুলিশের কাছে আর কোনও রাস্তা ছিল না । তাই তাদের(পুলিশ) গুলি চালাতে হয়েছিল ।"

বিক্ষোভকারীদের উদ্দেশ্য প্রসঙ্গে নেতা বলেন, "গোটা দেশে আগুন লাগাতে চাইছিল । পুলিশদের আক্রমণ করা হচ্ছিল ।" শুধু তাই নয়, 23 ডিসেম্বর নাগরিকত্ব আইন বিরোধী মিছিলের জন্য বিরোধী দল DMK-কে অনুমতি না দেওয়ার জন্য আবেদন করেন । একইসঙ্গে তিনি ছাত্রদের বিক্ষোভে অংশ না নিয়ে বড়দিনের ছুটি উপভোগ করার জন্য বলেন ।

নাগরিকত্ব আইন মুসলিম সম্প্রদায়কে কোণঠাসা করছে । এই অভিযোগ তুলে দেশজুড়ে এই আইনের বিরোধিতায় প্রতিবাদে নামে মানুষ । এই প্রতিবাদকে কেন্দ্র করে বহু জায়গায় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ হয়েছে । যদিও কেন্দ্রীয় সরকারের তরফে বিক্ষোভকারীদের এই অভিযোগ অস্বীকার করা হয়েছে । সরকারের তরফে জানানো হয়েছে যে, এই আইন মুসলিম বিরোধী নয় । তাই ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ।

ABOUT THE AUTHOR

...view details