চেন্নাই, 21 ডিসেম্বর : নাগরিকত্ব সংশোধনী আইনে তপ্ত দক্ষিণ ভারত ৷ ম্যাঙ্গালুরুতে প্রাণ হারিয়েছে দুই প্রতিবাদী ৷"বন্দুকের জবাব বন্দুক দিয়ে দেওয়া হবে" ৷ ম্যাঙ্গালুরুতে পুলিশের গুলিতে দুই আন্দোলনকারীর মৃত্যুর এভাবেই সাফাই দিলেন তামিলনাড়ুর বর্ষীয়ান BJP নেতা হরিহরন রাজা ৷ এর আগেও একাধিকবার বিতর্কিত মন্তব্যের জেরে সামনে এসেছিল তামিলনাড়ুর এই বর্ষীয়ান নেতার নাম ৷
নাগরিকত্ব (সংশোধনী) আইন,2019-র বিরুদ্ধে দেশজুড়ে চলছে প্রতিবাদ । বৃহস্পতিবার ম্যাঙ্গালুরুতেও প্রতিবাদ-বিক্ষোভ দেখায় । সেখানেই পুলিশের গুলিতে মৃত্যু হয় জলিল (49) ও নৌসিন (23) নামে দু'জনের । আজ চেন্নাইয়ে এই প্রসঙ্গে মুখ খোলেন BJP নেতা হরিহরন রাজা । তিনি বলেন, "বন্দুকের জবাব বন্দুক দিয়েই দেওয়া হবে । ওরা(বিক্ষোভকারীরা) শয়ে শয়ে মানুষকে মারতে চাইছিল । পুলিশের কাছে আর কোনও রাস্তা ছিল না । তাই তাদের(পুলিশ) গুলি চালাতে হয়েছিল ।"