দিল্লি, 4 ডিসেম্বর :আজ সংসদে 'চিন আগ্রাসন' নিয়ে অধীর চৌধুরিকে জবাব দিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । জানালেন, সবরকম চ্যালেঞ্জের মোকাবিলা করতে সক্ষম ভারতীয় সেনা ।
গতকাল আন্দামান সাগরের কাছে ভারতের বিশেষ অর্থনৈতিক জলসীমার মধ্যে ঢুকে পড়েছিল চিনা লাল ফৌজের এক গবেষণা জাহাজ শি ইয়ান-1 । চিনের নৌসেনার এই জাহাজকে ফেরত পাঠায় ভারতীয় নৌসেনা । ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল করমবীর সিং জানান, এই বিশেষ জলসীমা কেউ ব্যবহার করতে চাইলে ভারতীয় নৌসেনাকে আগে থেকে জানাতে হয় । কিন্তু চিনা জাহাজটি বিনা অনুমতিতে ঢুকে পড়ায় তাকে ফেরত পাঠানো হয় ।
ভারতীয় জলসীমায় চিনা জাহাজের ঢুকে পড়ার বিষয়টি আজ সংসদে তোলে কংগ্রেসের দলনেতা অধীর চৌধুরি । তিনি বলেন, "পাকিস্তান সন্ত্রাসবাদীদের আশ্রয় দেয় । আর চিন পাকিস্তানকে আশ্রয় দেয় । চিন ইতিমধ্যেই আন্দামান ও নিকোবরে জাহাজ পাঠাতে শুরু করেছে । যখন পাকিস্তানের বিষয় আসে তখন আমরা আগ্রাসী হয়ে উঠি, তাহলে চিনের ক্ষেত্রে আমরা এত সহনশীল কেন ?"
সংসদেই অধীর চৌধুরির প্রশ্নের জবাব দেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং । তিনি বলেন, "দু-পক্ষই জানে কীভাবে পরিস্থিত সামলাতে হয় । তাছাড়া, দেশের সুরক্ষাকে নিশ্চিত করতে ভারত-চিন সীমান্তে রাস্তা, রেলপথ এবং আকাশপথে যোগাযোগের পরিকাঠামোর উন্নয়নে দ্রুত গতিতে কাজ চলছে । "