পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jan 14, 2020, 1:20 PM IST

ETV Bharat / bharat

প্লাস্টিকবিরোধী অভিযানে দিশা দেখাচ্ছে আলওয়ারের সংগঠন

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তৈরি হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন  'হেল্পিং হ্যান্ড আলওয়ার'৷ স্থানীয় যুবসমাজ দ্বারা পরিচালিত এই সংগঠনের কাজ, জেলাজুড়ে স্বচ্ছতা সংক্রান্ত প্রচার অভিযান চালানো ৷

Organisation 'Helping hand' is carrying out Cleanliness drive for the last five years at Alwar in Rajasthan
হেল্পিং হ্যান্ডের স্বেচ্ছাসেবীদের স্বচ্ছতা অভিযান

আলওয়ার (রাজস্থান), 14 জানুয়ারি : রাজস্থানের আলওয়ারে সিঙ্গল ইউজ় প্লাস্টিকের বিরুদ্ধে প্রচার দেশজুড়ে প্লাস্টিকবিরোধী অভিযানের অনেক আগেই শুরু হয়েছিল ৷ আলওয়ারকে পরিচ্ছন্ন রাখতে প্রতি রবিবার স্থানীয়রা একত্রিত হয়ে রাস্তাঘাট, অলিগলি পরিষ্কারের কাজ করত ৷

আজ থেকে প্রায় পাঁচ বছর আগে তৈরি হয়েছিল স্বেচ্ছাসেবী সংগঠন 'হেল্পিং হ্যান্ড আলওয়ার'৷ স্থানীয় যুবসমাজ দ্বারা পরিচালিত এই সংগঠনের কাজ, জেলাজুড়ে স্বচ্ছতা সংক্রান্ত প্রচার অভিযান চালানো ৷

পাঁচ বছর আগে থেকেই আলওয়ারের 'হেল্পিং হ্যান্ড' প্লাস্টিক বিরোধী অভিযানে দিশা দেখাচ্ছে দেশবাসীকে

সংগঠনের এক স্বেচ্ছাসেবী বিমল বলেন, "শহর অত্যন্ত অপরিষ্কার ৷ আমরা অনেকবার চিঠি লিখে প্রশাসনকে এ বিষয়ে জানিয়েছি ৷ প্রশাসনের তরফে কোনও পদক্ষেপ করা হয়নি ৷ " তিনি জানান, "আমাদের প্রায় 250 জন স্বেচ্ছাসেবী রয়েছেন ৷ প্রতি রবিবার সবাই এই কাজই করেন ৷ 271টি রবিবার ধরে চলছে আমাদের এই অভিযান ৷ " এই সংগঠনের অন্য এক সদস্য রাজেন্দ্র জানান, প্রয়োজনীয় সামগ্রী তাঁরা নিজেরাই টাকা তুলে কিনে আনেন ৷

সিঙ্গল ইউজ় প্লাস্টিকের ব্যবহার কমাতে হেল্পিং হ্যান্ড আলওয়ারের এই পদক্ষেপ ইতিবাচক ৷ দেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে দিশা দেখাচ্ছে আলওয়ারের এই সংগঠন ৷

ABOUT THE AUTHOR

...view details