দিল্লি, 25 ফেব্রুয়ারি : তাঁর ভারত সফরের আগেই সংশয় তৈরি হয়েছিল দু'দেশের মধ্যে বাণিজ্য চুক্তি নিয়ে৷ কারণ এদেশে আসার আগেই অ্যামেরিকার প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছিলেন, তাঁর সফরে কোনও ছোটো মাপের বাণিজ্য চুক্তিও হবে না ৷ তার উপর ডোনাল্ড ট্রাম্পের সফরের আগেই ভারতে আসার কথা থাকলেও বাতিল হয়ে যায় সে দেশের বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটহাইজ়ারের সফর ৷ আর সেই পরিস্থিতিতেই আজ ট্রাম্প জানিয়ে দিলেন, ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির বিষয়ে তিনি আশাবাদী ৷
আজ প্রতিরক্ষা ক্ষেত্রে দু'দেশের মধ্যে 300 কোটি ডলারের চুক্তি হয়েছে ৷ প্রতিরক্ষা ছাড়াও নিরাপত্তা, প্রযুক্তি, তেল, গ্যাস সহ নানা বিষয়ে নরেন্দ্র মোদি ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে আলোচনা হয়েছে ৷ তার মধ্যে ছিল বাণিজ্য চুক্তির বিষয়টিও ৷ বৈঠকের পর নরেন্দ্র মোদি জানিয়েছেন, একটি বড় বাণিজ্য চুক্তি নিয়েও আলোচনা হয়েছে ৷ আর একই সুর শোনা গেছে ডোনাল্ড ট্রাম্পের গলাতেও ৷ অর্থাৎ তাঁদের কথাতে কিছুটা হলেও সংশয় কেটেছে ৷