পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

সাধারণ মানুষের সমস্যা গুরুত্ব পায়নি, অভিযোগ বিরোধীদের - কেন্দ্রীয় বাজেট ২০২০

আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারমন । শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্প একাধিক খাতে বিনিয়োগের কথা বাজেটে উল্লখ করেন তিনি । আয়করের হার কমানোর কথাও ঘোষণা করেন । কিন্তু দেশের সার্বিক সমস্যার দিকে গুরুত্বই দেননি অর্থমন্ত্রী বলে অভিযোগ তুলছে বিরোধীরা । কংগ্রেস সহ অন্য বিরোধীদলগুলিও প্রশ্ন তুলেছে দেশের বেকারত্ব নিয়ে । পাশাপাশি LIC-র সরকারি অংশীদারি বিক্রির সিদ্ধান্তেও প্রশ্ন তুলল বিরোধীরা ।

birodh
birodh

By

Published : Feb 1, 2020, 6:36 PM IST

দিল্লি, 1 ফেব্রুয়ারি : বেকারত্বের পরিমাণ 6.1 শতাংশ । এই পরিস্থিতিতেও দেশের কর্মসংস্থান বাড়ানোর জন্য বাজেটে নির্দিষ্ট কোনও দিশা নেই বলে অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি । তাঁর অভিযোগ, দেশ এখন যে সমস্যাগুলির মধ্যে দিয়ে যাচ্ছে তার মধ্যে অন্যতম সমস্যা বেকারত্ব ও রাজকোষে ঘাটতি ৷

আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট পেশ করেন নির্মলা সীতারমন । শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে শিল্প একাধিক খাতে বিনিয়োগের কথা বাজেটে উল্লখ করেন তিনি । আয়করের হার কমানোর কথাও ঘোষণা করেন । কিন্তু দেশের সার্বিক সমস্যার দিকে গুরুত্বই দেননি অর্থমন্ত্রী বলে অভিযোগ তুলছে বিরোধীরা । কংগ্রেস সহ অন্য বিরোধীদলগুলিও প্রশ্ন তুলেছে দেশের বেকারত্ব নিয়ে । পাশাপাশি LIC-র সরকারি অংশীদারি বিক্রির সিদ্ধান্তেও প্রশ্ন তুলল বিরোধীরা ।

বাজেট পেশের পর কংগ্রেস নেতা রাহুল গান্ধি বলেন, "এই মুহূর্তে বেকারত্ব দেশের সর্বাধিক সম্যার মধ্যে একটি । কিন্তু বাজেটে সেই প্রসঙ্গে কোনও পদক্ষেপ লক্ষ্য করলাম না । দেশের যুবদের চাকরি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করার মত কোনও দিশা দেখাতে পারেনি এই বাজেট । " নির্মলা সীতারমনের বাজেট বক্তৃতার কথা উল্লেখ করে রাহুল আরও বলেন, ভারতের ইতিহাসে এই প্রথম বোধ হয় দীর্ঘতম বাজেট বক্তৃতা শুনলাম । কিন্তু কোনও কার্যকরী বিষয়বস্তু এর মধ্যে ছিল না । একই কথা বলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল । তিনি বলেন, "অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতা শুধুমাত্র দীর্ঘতম নয় ,গতিহীনও । আচ্ছে দিন, নিউ ইন্ডিয়ার পর এবার পাঁচ ট্রিলিয়ন US ডলারের অর্থনীতির কথাও ভুলতে বসেছে এই সরকার । দীর্ঘবছর ধরে করদাতাদের হেনস্থা করার পর এখন সরকার বুঝতে পেরেছে যে তাদের জটিল করব্যবস্থার জন্য দেশের অর্থনীতির কী পরিমাণ ভোগান্তি হয়েছে ।"

শশি থারুর বাজেট প্রসঙ্গে বলেন, "আয়কর সম্বন্ধিত তথ্য ছাড়া এই বাজেটে গুরুত্বপূর্ণ কোনও তথ্য পেলাম না ।"

কেন্দ্রীয় বাজেটকে সমালোচনা করে CPI(M)-র তরফে জানানো হয় এই বাজেট এক বিবৃতি মাত্র । সাধারণ মানুষের সমস্যা প্রাধান্য পায়নি । CPI(M)-র সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, সাধারণ মানুষের সমস্যা, দুর্দশার জন্য বাজেট কোনও দিশা দেখাতে পারেনি । এই বিষয়ে তিনি টুইট করে লেখেন, ''শুধুমাত্র বিবৃতি ও স্লোগান । সাধারণ মানুষের দুর্দশার কথা ভাবা হয়নি । বাড়তে থাকা বেকারত্ব, মূল্যবৃদ্ধিতেও গুরুত্ব দেয়নি কেন্দ্র । অবজ্ঞা করেছে কৃষকদের আত্মহত্যাকেও ।''

আয়কর নিয়ে যে একাধিক ঘোষণা অর্থমন্ত্রী করেছেন তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু বিশেষজ্ঞ মহলে । আয়কর কমানো হয়েছে শুনে মধ্যবিত্তের যে স্বস্তি হয়েছিল তাও সম্পূর্ণ হল না । কারণ, অর্থমন্ত্রী একথাও বলেন নতুন আয়কর ব্যবস্থায় সুযোগ সুবিধা পেতে হলে পুরানো ব্যবস্থায় যে ধারাগুলি চালু ছিল তার কোনও সুবিধা পাওয়া যাবে না ।

ABOUT THE AUTHOR

...view details