পটনা, 23 অক্টোবর : বিহার নির্বাচনের আগে ময়দানে এবার নরেন্দ্র মোদি । দলের তরফে বিহারবাসীর কাছে যে কথাগুলি পৌঁছে দেওয়া প্রয়োজন ছিল, প্রায় প্রত্যেক বিষয় ছুঁয়ে গেলেন তিনি । 370 ধারা প্রত্যাহার প্রসঙ্গ থেকে কোরোনা মোকাবিলায় বিহার সরকারের ভূমিকা, কিছুই বাদ পড়ল না তাঁর বক্তৃতায় । চেনা কায়দায় একের পর এক বাণে বিঁধলেন বিরোধীদের । বললেন, বিরোধীরা জম্মু-কাশ্মীরে 370 ধারা ফিরিয়ে আনতে চায় ।
জম্মু-কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহারের জন্য তাঁর সরকারকে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে । সেইসব প্রশ্নেরই কার্যত জবাব দিলেন নরেন্দ্র মোদি । বললেন, "প্রত্যেকে চেয়েছিল 370 ধারা প্রত্যাহার হোক । কিন্তু এঁরা বলছেন ক্ষমতায় এলে এই কাশ্মীরে বিশেষ মর্যাদা ফিরিয়ে আনবেন । এই মন্তব্য করার পর তাঁরা ভোট চাওয়ার সাহস করেন কীভাবে?"
"এটা কি বিহারের জন্য অপমান নয় ? যে রাজ্য সীমান্তে ছেলে-মেয়েদের দেশের নিরাপত্তার দায়িত্বে পাঠায়, সেই রাজ্যের জন্য এটা অপমান নয় ?" সভা মঞ্চ থেকে প্রশ্ন ছুঁড়ে দেন মোদি । যদিও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে একই মঞ্চ থেকে 370 ধারার প্রত্যাহারের পক্ষে মন্তব্যে চমকেছেন রাজনৈতিক মহলের অনেকেই । কারণ, 370 ধারা প্রত্যাহারের রীতিমতো বিরোধিতা করেছিলেন নীতীশ । জনতা দলের সাংসদরা সম্মিলিতভাবে সংসদে এর বিরোধিতা করেছিলেন । কিন্তু BJP-র সঙ্গে জোট বাঁধার পর নীতীশের এই পরিবর্তন মেনে নিতে পারেননি অনেকেই ।