দিল্লি, 19 মার্চ : রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তবে তাঁর শপথ নেওয়ায় অসন্তোষ প্রকাশ করেন বিরোধী দলের সদস্য়রা ৷ গগৈ শপথ নেওয়ার সময় রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন তাঁরা ৷ শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত রঞ্জন গগৈয়ের স্ত্রী, মেয়ে ও জামাতা উপস্থিত ছিলেন ৷ প্রসঙ্গত, গত 16 মার্চ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ রাজ্যসভার সদস্য হিসাবে রঞ্জন গগৈকে মনোনীত করেন ৷
রাজ্যসভার সদস্য হিসাবে শপথ নিলেন রঞ্জন গগৈ
রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ৷ তাঁর শপথগ্রহণ চলাকালীন বিরোধী সদস্যরা রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ৷
শপথ নেওয়ার আগে রাজ্যসভার সভাপতি এম ভেঙ্কাইয়া নাইডুর সঙ্গে দেখা করেন রঞ্জন গগৈ ৷ তিনি শপথ নিতে শুরু করার পর রাজ্যসভায় হই হট্টগোল শুরু করেন বিরোধীরা ৷ কংগ্রেসসহ বিরোধী দলের সাংসদরা শপথগ্রহণ অনুষ্ঠান চলাকালীন রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন ৷
বিরোধীদের এরকম ব্যবহার নিয়ে ক্ষোভপ্রকাশ করেন কেন্দ্রীয় মন্ত্রী রবি শংকর প্রসাদ বলেন, ‘‘রাজ্যসভায় এর আগেও প্রাক্তন প্রধান বিচারপতিসহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের সদস্য হওয়ার ইতিহাস রয়েছে ৷ বিরোধীরা যে ধরনের ব্যবহার করছে তা একেবারেই কাম্য নয় ৷’’