পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তি চেয়ে কেন্দ্রে যৌথ প্রস্তাব বিরোধীদের

জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের মুক্তির দাবিতে কেন্দ্রকে যৌথ প্রস্তাব পাঠাল দেশের আটটি বিরোধী দল । রয়েছেন শরদ পাওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায় সহ প্রমুখের দল৷

ছবি
ছবি

By

Published : Mar 9, 2020, 5:43 PM IST

শ্রীনগর, 9 মার্চ : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীদের অবিলম্বে ছেড়ে দেওয়া হোক । এবার এই মর্মে কেন্দ্রকে যৌথ প্রস্তাব পাঠাল দেশের আটটি বিরোধী দল । এইচ ডি দেবেগৌড়া, মমতা বন্দ্যোপাধ্যায়, NCP নেতা শরদ পাওয়ার, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী যশমন্ত সিনহা, অরুণ শৌরি , CPI নেতা ডি রাজা, CPI(M) নেতা সিতারাম ইয়েচুরি ও RJD সাংসদ মনোজ ঝা এই প্রস্তাব পাঠিয়েছেন ৷। প্রস্তাবে বলা হয়েছে, "বাধ্যবাধকতাপূর্ণ প্রশাসনিক পদক্ষেপের দ্বারা গণতান্ত্রিক ভিন্নমতকে স্তব্ধ করা হচ্ছে । এটি আমাদের সংবিধানের ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের মৌলিক আদর্শের পক্ষে বিপজ্জনক ।"

BJP কে আক্রমণ করে প্রস্তাবে আরও লেখা," প্রাক্তন মুখ্যমন্ত্রীদের উপস্থিতি জম্মু-কাশ্মীরের জন নিরাপত্তার পক্ষে বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে ৷ এর পুরোটাই মোদি সরকারের ভুয়ো দাবি । তিন প্রাক্তন মুখ্যমন্ত্রী ও অন্য নেতাকর্মীদের অনির্দিষ্টকালের জন্য আটকে রাখা মানে তাঁদের মৌলিক অধিকারের লঙ্ঘন । এই ধরনের মনোভাব কাশ্মীরে আমাদের লাখ লাখ ভাই-বোনেদের সাংবিধানিক অধিকার ও মর্যাদার উপর আক্রমণকে প্রতিফলিত করে । তাছাড়া সরকার যে দাবি করছে কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক, সে কথাও মিথ্যা ।"

গতবছর অগাস্টে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা প্রত্যাহার করে নেওয়া হয় । পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠিত হয় । তখন থেকেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ ও মেহবুবা মুফ্তিকে জন নিরাপত্তা আইনে আটক করে রাখা হয় । এরপর থেকে বহুবার তাঁদের মুক্তির দাবিতে সরব হয়েছেন বিরোধীরা ।

ABOUT THE AUTHOR

...view details