পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বুকে গুলি, বিকাশের এনকাউন্টার নিয়ে প্রশ্ন ওঠা শুরু

পুলিশের এনকাউন্টারে খতম কানপুরের ডন বিকাশ দুবে ৷ এনকাউন্টারের ঘটনা সামনে আসার পর থেকেই বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা এনকাউন্টারের সত্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে ৷ ইতিমধ্যেই জনস্বার্থ মামলাও দায়ের করা হয়েছে এই ঘটনায় ৷

opposition-leaders-raised-questions-on-vikas-dubeys-encounter
বিকাশ দুবের এনকাউন্টার নিয়ে প্রশ্নবাণ বিরোধীদের

By

Published : Jul 10, 2020, 11:22 AM IST

Updated : Jul 10, 2020, 4:48 PM IST

উত্তরপ্রদেশ, 10 জুলাই: কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবের গ্রেপ্তারি নিয়ে গতকাল থেকেই ঘনীভূত হয়েছিল রহস্য ৷ উত্তরপ্রদেশ ছেড়ে কেনই বা মধ্যপ্রদেশে পালাল বিকাশ কিংবা গ্রেপ্তারির পর গতকাল কেন তার মা বলেছিলেন, ঈশ্বরের কৃপায় এনকাউন্টার থেকে বেঁচে গেল বিকাশ - তবে কি আগে থেকেই এনকাউন্টারের পরিকল্পনা ছিল? বিরোধীরা এই বিষয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছে ৷

বিকাশ দুবের পুলিশি এনকাউন্টারে মৃত্যুর ঘটনা সামনে আসার পরই সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব টুইট করে লেখেন, ‘‘গাড়িটি আসলে উলটে যায়নি ৷ সত্যি সামনে এলে সরকার উলটে যাবে, তাই সত্যিটি গোপন করা হল ৷’’

অন্যদিকে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ভাদরা টুইট করে বলেন, ‘‘অপরাধী তো নিধন হল ৷ কিন্তু অপরাধ ও তাকে যারা সুরক্ষা দিল, তাদের কি হবে?’’ দ্বিগ্বিজয় সিংও এই বিষয়ে বলেন, ‘‘একইরকম তিনটি এনকাউন্টার ৷ এটাই আশঙ্কা করেছিলাম , বিকাশের মৃত্যুতে অনেক সত্যি জানা যাবে না আর ৷’’ ওমর আবদুল্লাও এই ঘটনা নিয়ে টুইট করে বলেন, ‘‘মৃত ব্যক্তি কোনও কথা বলে না ৷’’

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী সরাসরি BJP-কে আক্রমণ না করলেও টুইটারে লেখেন, ‘‘কানপুরে পুলিশকে হত্যার পাশাপাশি গ্রেপ্তার করে আনার সময় গাড়ি উলটে যাওয়া ও পুলিশের হাতে বিকাশ দুবের মৃত্যুর ঘটনায় সুপ্রিম কোর্টের নজরদারিতে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত ৷ ’’

গ্যাংস্টার বিকাশ দুবের এনকাউন্টারের ঘটনায় BJP সরকারকে আক্রমণ করেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র ৷ বলেন, ‘‘বিচার করা আদালতের কাজ ৷ অভিযুক্তদের পৌঁছে দেওয়া পুলিশের কাজ ৷ তবে BJP শাসনে ভারত এই দুটির ভূমিকা নিয়ে বিভ্রান্ত হয়ে পড়েছে ৷’’

গতকাল বিকাশ দুবের গ্রেপ্তারির আগে তার শাগরেদদের গ্রেপ্তার করতে গিয়েও তাদের এনকাউন্টারে খতম করে পুলিশ ৷ অন্যদিকে 3 জুলাই আট পুলিশকর্মীর হত্যার পর বলা হয়েছিল, মূল অভিযুক্ত বিকাশকে ধরতে অতি তৎপর হয়েছে পুলিশ ৷ বিকাশের খোঁজ দিতে পারলে আড়াই লাখ টাকা পুরস্কার দে্ওয়া হবে ৷ পরে সেই পুরস্কার মূল্য বাড়িয়ে পাঁচ লাখ টাকা করা হয় ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও বলেছিলেন, শহিদ পুলিশকর্মীদের বলিদান বিফলে যাবে না ৷ তবে এত তৎপরতার মাঝেও কীভাবে পুলিশের চোখ এড়িয়ে মধ্যপ্রদেশে পালিয়ে গেল বিকাশ, তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷

গতকাল উজ্জয়িনের মহাকাল মন্দির থেকে বিকাশের গ্রেপ্তারির পর কড়া পুলিশি পাহারায় বিকাশকে মধ্যপ্রদেশ থেকে উত্তরপ্রদেশে ফিরিয়ে আনা হচ্ছিল ৷ মাঝরাস্তায় টোল প্লাজার কাছে উলটে যায় গাড়ি , সামান্য আহতও হয় বিকাশ ৷ এরপরই পুলিশের তরফ থেকে জানানো হয়, আহত এক পুলিশকর্মীর থেকে পিস্তল ছিনিয়ে পালানোর চেষ্টা করায় বিকাশের উপর গুলি চালায় পুলিশ ৷ জানা যায়, সরাসরি বুকে গুলি লাগে বিকাশের ৷ হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ ৷

একদিকে একের পর এক এনকাউন্টার, অন্যদিকে জানা যায়, বিকাশের কনভয়কে যেসকল মিডিয়া অনুসরণ করছিল, তাদের কানপুরের সাচেন্দিতে আটকে দেয় পুলিশ ৷ এরপরই সকাল সাড়ে ছ’টা নাগাদ বিকাশের এনকাউন্টার করা হয় ৷ এই ঘটনার পরই বিকাশের এনকাউন্টার পূর্ব পরিকল্পিত ছিল বলে প্রশ্ন তুলতে শুরু করে রাজনৈতিক মহল ৷ দায়ের করা হয় একটি জনস্বার্থ মামলাও ৷

Last Updated : Jul 10, 2020, 4:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details